দেশবাসীর চাপে পড়ে মন্ত্রীদের ক্ষমতা কমালেন মরিসন

মন্ত্রিসভার স্বচ্ছ ভাবমূর্তি ফেরাতে দুই মন্ত্রীর ক্ষমতা কমালেন স্কট মরিসন। ফলে ক্ষমতা কমেছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস এবং আইন বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ক্রিশ্চিয়ান পোর্টারের। ধর্ষণ থেকে শুরু করে মহিলাদের অসম্মান, একের পর এক অভিযোগে জর্জরিত ছিল স্কট মরিসনের মন্ত্রিসভা। গত কয়েক সপ্তাহ ধরেই এক মহিলাকে ধর্ষণের মামলার তদন্তে গাফিলতির অভিযোগে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর উপরে গর্জে উঠেছিল পুরো দেশ। অভিযুক্ত ছিল মরিসনের মন্ত্রিসভার এক কর্মী। কিন্তু অভিযোগকারিণী মহিলাকে লিন্ডা ‘মিথ্যাবাদী গরু’ বলেছিলেন।
বিগত কয়েক বছর ধরে পোর্টার অস্ট্রেলীয় সরকারের আইনি উপদেষ্টা ও অ্যাটর্নি জেনারেলের পদ সামলেছেন। সেই পোর্টারের বিরুদ্ধেই প্রায় তিন দশক আগে ধর্ষণের অভিযোগ উঠেছিল। যা তিনি বরাবর অস্বীকার করে এসেছেন। অভিযুক্ত মহিলা পোর্টারের সঙ্গেই পড়াশোনা করতেন। সম্প্রতি সেই মহিলা আত্মহত্যা করেন। তারপর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন দেশের মহিলারা। বিভিন্ন শহরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিলের আয়োজন করছিলেন তাঁরা। লিন্ডা এবং পোর্টারকে সরানোর দাবিতে অনড় ছিলেন দেশবাসী। সেইসময় তাঁদের ছুটিতে পাঠান মরিসন। কিন্তু গত সপ্তাহ পর্যন্ত এই দু’জনকেই নিজ নিজ দায়িত্বে ফেরানোর সিদ্ধান্ত নিলেও দেশবাসীর চাপে পড়ে পক্ষে দু’জনেরই ক্ষমতা কমিয়ে তাঁদের কম গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দিয়েছেন মরিসন।

Advt

Previous articleবিরাট কোহলির টেস্ট দলকে সর্বকালের সেরা দল বললেন, সুনীল গাভাসকর
Next articleবিষ্ণুপুরে শিশুকে ধর্ষণ প্রতিবেশীর !