কেকেআর সমর্থকের প্রশ্নের উত্তর দিলেন ‘কিং খান’

৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল(Ipl)। তার আগে কেকেআর ( kkr)সমর্থকদের সঙ্গে প্রশ্ন উত্তরে মাতলেন কেকেআর কর্ণধার শাহরুখ খান( shahrukh khan)।

২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে  জয়ী  হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর আর জয়ের মুখ দেখেনি কেকেআর। কেকেআরের বদল হয়েছে অধিনায়কও। ২০২১ আইপিএলে কেকেআরের অধিনায়ক হয়েছেন ইয়ন মর্গ‍্যান। তাঁর হাত ধরে কি আইপিলের ট্রফি আসবে কলকাতায়। সেই প্রশ্নেরই উত্তর দিলেন কিং খান।

এদিন এক সমর্থক শাহরুখ খানকে জিজ্ঞেস করেন, “কেকেআর কি এ বার কাপ জিতবে?” শাহরুখ তার জবাবে বলেন, “আশা করি তেমনই হবে। তাই তো এখন থেকেই কফি খাচ্ছি!”

১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে কেকেআর।

আরও পড়ুন:সচিনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট শোয়েবের