জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, চিঠি দিলেন দেশের অ-বিজেপি নেতাদের

ফের জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়( mamata banerjee) ৷

দেশের বিজেপি( bjp)-বিরোধী সবক’টি দলের শীর্ষনেতাকে ব্যক্তিগতভাবে একটি চিঠি দিয়েছেন মমতা৷ এই চিঠির মূল বক্তব্য, ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সামিল হতে হবে৷

এই চিঠি পাঠানো হয়েছে সোনিয়া গান্ধী,শরদ পাওয়ার,এম কে স্টালিন, অখিলেশ যাদব,তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন,অরবিন্দ কেজরিওয়াল,নবীন পট্টনায়েক,জগনমোহন রেড্ডি,ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি এবং সিপিআই-এমএল- লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যকে৷

এই চিঠিতে দেশের বিজেপি-বিরোধী দলের নেতাদের মমতা বলেছেন, বিজেপি তথা কেন্দ্রীয় সরকার একতরফা সিদ্ধান্ত নিয়ে জনগণের ভোটে নির্বাচিত দিল্লি সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছে৷ দেশের সংসদীয় গণতন্ত্রের কাঠামোয় এই ধরনের স্বৈরতান্ত্রিক পদক্ষেপ মেনে নেওয়া যায়না৷

মমতা লিখেছেন, কেন্দ্রীয় সরকার নিজেদের স্বার্থে দলীয় সংগঠনের ভঙ্গিতে CBI, ED-কে ব্যবহার করছে৷ বাংলা এবং তামিলনাড়ুতে নির্বাচন হচ্ছে৷ এই দুই রাজ্য দখল করতে তৃণমূল এবং ডিএমকে দলের নেতাদের হেনস্তা করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে৷ মমতা বলেছেন, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে সাংবিধানিকভাবে প্রাপ্য অর্থ বরাদ্দ দিচ্ছে না৷ ফলে, রাজ্যের উন্নয়ণমূলক কাজ স্তব্ধ হয়ে যাচ্ছে৷

ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে চিঠির শেষে মমতা লিখেছেন, বাংলায় নির্বাচন চলছে৷ নির্বাচন শেষ হলে, আমরা একসঙ্গে মিলিত হয়ে বিজেপির বিরুদ্ধে এক হয়ে আন্দোলনে নামার রূপরেখা প্রস্তুত করতে পারি৷

বিজেপি-বিরোধী শক্তিসমূহকে ফের একমঞ্চে আনার যে উদ্যোগ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন, তাতে সিঁদুরে মেঘ দেখতে চলেছে বিজেপি, এমনই মনে করছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন:মনোনয়ন জমা ঘিরে দফায় দফায় উত্তেজনা বারাকপুরে

Advt

Previous articleমনোনয়ন জমা ঘিরে দফায় দফায় উত্তেজনা বারাকপুরে
Next articleবিজেপিকে একটি ভোটও নয়: সিঙ্গুরে শিল্পাঞ্চল গড়ে কর্মসংস্থানের প্রতিশ্রুতি মমতার