🔹সেনসেক্স ৫০,০২৯.৮৩ (⬆️ ১.০৫%)

🔹নিফটি ১৪,৮৬৭.৩৫ (⬆️ ১.২০%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে বৃহস্পতিবার চড়চড়িয়ে বাড়ল দেশের শেয়ারবাজার। এক ধাক্কায় ৫২০ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৭৬ পয়েন্ট।

আরও পড়ুন:গরমে নাজেহাল রাজ্যবাসী, কলকাতায় আরও বাড়বে তাপমাত্রা

বৃহস্পতিবার বাজার খোলার পর থেকেই ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের দুর্দশা কাটিয়ে ৫২০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫২০.৬৮ পয়েন্ট বা ১.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,০২৯.৮৩। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১৭৬.৬৫ পয়েন্ট বা ১.২০ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৮৬৭.৩৫।
