মৃতের পরিবারের দাবি , গতকাল গভীর রাতে বাড়ির সামনেই ওই তৃণমূল সমর্থককে মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা। তারপর ধারালো অস্ত্র দিয়ে কুঁপিয়ে মারা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ওই তৃণমূল কর্মীকে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছে মৃতের পরিবার। এইনিয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।