শাসক শিবিরের অভিযোগ, বাহিনী ভোটারদের ভয় দেখাচ্ছে। প্রভাবিত করছে। বিজেপিতেই ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান তৃণমূল (TMC) প্রার্থী প্রদীপ সরকার (Pradip Sarkar)। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ২ জনকে আটক করেছে পুলিশ।
তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের দাবি, ভোটারদের ভয় দেখাচ্ছে জওয়ানরা। প্রভাব খাটিয়ে বিজেপিতে (BJP) ভোট দিতে বলা হচ্ছে বাহিনীর তরফে। এমনকি, তিনি প্রার্থী হওয়া সত্ত্বেও তাঁকে বুথে ঢুকতে দেওয়া হয়। রীতিমতো হেনস্তা করা হল বলেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তৃণমূল প্রার্থী। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই বুথ। বুথের বাইরে বিজেপি ও তৃণমূল কর্মীরা হাতাহাতিতে
জড়িয়ে পড়েন।