Sunday, August 24, 2025

যাদবপুরে বিজেপির মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে হেনস্থা! অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে

Date:

ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। এবার পার্টি অফিসের মধ্যেই মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠলো খোদ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনা যাদবপুর (Jadavpur) বিধানসভার কালিকাপুর এলাকায়। মন্ডল সভাপতির বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ করেছেন দলের ওই মহিলা ভাইস প্রেসিডেন্ট। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ (Derby Park PS)। ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩৪১, ৩২৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ওই বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্টের নাম রিনা টিকাদার। বছর ৪৫-এর রিনাদেবী ১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি বিজেপির মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট। তাঁকেই কি-না মারধরের অভিযোগ উঠেছে খোদ বিজেপির মন্ডল সভাপতি অরিন্দম রায়ের বিরুদ্ধে।

অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে কালিকাপুরে মন্ডল কার্যালয়ে প্রার্থী রিঙ্কু নস্করের সমর্থনে দলীয় বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন যাদবপুর মন্ডল ৪-এর সভাপতি অরিন্দম রায়, ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদার, যুব মন্ডল প্রেসিডেন্ট প্রসেনজিৎ ভক্ত, মন্ডল কমিটির সম্পাদক উৎপল দত্ত-সহ আরও অনেকে। অভিযোগ, একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় মন্ডল সভাপতি অরিন্দম রায় ও ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদারের মধ্যে। সেই বচসা থেকে তা হাতাহাতিতে গড়ায়।

আরও পড়ুন:‘পুলিশের Excellent Job’, নন্দীগ্রামে ছাপ্পা ভোটের দাবি উড়িয়ে জানালেন রাজ্যপাল

একটা সময় পর রিনাদেবীর চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করেন অরিন্দমবাবু। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। ঘটনার বিষয়টি জানানো হয়েছে রাজ্য নেতৃত্বকে। দলের তরফে অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেননি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version