Thursday, November 13, 2025

যাদবপুরে বিজেপির মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে হেনস্থা! অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে

Date:

ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। এবার পার্টি অফিসের মধ্যেই মহিলা নেত্রীকে চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ উঠলো খোদ দলের মণ্ডল সভাপতির বিরুদ্ধে। ঘটনা যাদবপুর (Jadavpur) বিধানসভার কালিকাপুর এলাকায়। মন্ডল সভাপতির বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশে অভিযোগ করেছেন দলের ওই মহিলা ভাইস প্রেসিডেন্ট। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক থানার পুলিশ (Derby Park PS)। ভারতীয় দণ্ডবিধির (IPC) ৩৪১, ৩২৬, ৩৫৪ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। আক্রান্ত ওই বিজেপি মহিলা ভাইস প্রেসিডেন্টের নাম রিনা টিকাদার। বছর ৪৫-এর রিনাদেবী ১০৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি বিজেপির মন্ডল কমিটির ভাইস প্রেসিডেন্ট। তাঁকেই কি-না মারধরের অভিযোগ উঠেছে খোদ বিজেপির মন্ডল সভাপতি অরিন্দম রায়ের বিরুদ্ধে।

অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে কালিকাপুরে মন্ডল কার্যালয়ে প্রার্থী রিঙ্কু নস্করের সমর্থনে দলীয় বৈঠক চলছিল। সেখানে উপস্থিত ছিলেন যাদবপুর মন্ডল ৪-এর সভাপতি অরিন্দম রায়, ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদার, যুব মন্ডল প্রেসিডেন্ট প্রসেনজিৎ ভক্ত, মন্ডল কমিটির সম্পাদক উৎপল দত্ত-সহ আরও অনেকে। অভিযোগ, একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় মন্ডল সভাপতি অরিন্দম রায় ও ভাইস প্রেসিডেন্ট রিনা টিকাদারের মধ্যে। সেই বচসা থেকে তা হাতাহাতিতে গড়ায়।

আরও পড়ুন:‘পুলিশের Excellent Job’, নন্দীগ্রামে ছাপ্পা ভোটের দাবি উড়িয়ে জানালেন রাজ্যপাল

একটা সময় পর রিনাদেবীর চুলের মুঠি ধরে তাঁকে বেধড়ক মারধর করেন অরিন্দমবাবু। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। ঘটনার বিষয়টি জানানো হয়েছে রাজ্য নেতৃত্বকে। দলের তরফে অবশ্য এই বিষয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেননি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version