Friday, November 14, 2025

‘পুলিশের Excellent Job’, নন্দীগ্রামে ছাপ্পা ভোটের দাবি উড়িয়ে জানালেন রাজ্যপাল

Date:

নন্দীগ্রামের বয়াল মক্তব প্রাথমিক বিদ্যালয়ের বুথে অবাধে ছাপ্পা ভোট ও কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ বৃহস্পতিবার তুলেছিলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷

দ্বিতীয় পর্বের ভোট চলাকালীন ওই বিদ্যালয়ের বারান্দায় বসেই মমতা (Mamata Banerjee) ফোন করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankar)৷ এবং তখনই রাজ্যপালকে এই অভিযোগ জানিয়ে সুষ্ঠ ভোটের দাবি জানান তৃণমূলনেত্রী৷ মমতার ফোন পাওয়ার পর বৃহস্পতিবারই টুইট করে রাজ্যপাল জানিয়েছিলেন, “যে সমস্যার কথা আমাকে জানানো হয়েছে, তা আমি নির্দিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে সমস্ত আশ্বাস দেওয়া হচ্ছে।”

আর শুক্রবার ভোটদানের পরিসংখ্যান উল্লেখ করে রাজ্যপাল জগদীপ ধনকড় ফের এক টুইটে জানালেন, নন্দীগ্রামে সুষ্ঠ ভোট হয়েছে৷ একইসঙ্গে নিজেদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের প্রশংসাও করেছেন। এদিনের টুইটে ছাপ্পা ভোট বা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে একটি শব্দও খরচ করেননি ধনকড়।

রাজনৈতিক মহলের অভিমত, এই টুইটের ভাষায় পরিষ্কার হয়েছে, মুখ্যমন্ত্রীর আনা নন্দীগ্রামে ছাপ্পা ভোট ও কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ খারিজ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার এই অভিযোগ মানেনি নির্বাচন কমিশনও।

আরও পড়ুন:লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দিলেই দুয়ারে রেশন: অভিষেক

শুক্রবারের টুইটে ধনকড় লিখেছেন, “দ্বিতীয় পর্যায়ে রাজ্যে যে ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছে, সেখানে সামগ্রিকভাবে ভোট পড়েছে ৮৪ শতাংশ। এবং নন্দীগ্রামে ভোট পড়েছে ৮৮ শতাংশের বেশি, যা অত্যন্ত প্রশংসনীয়। সিআরপিএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ খুবই ভালো কাজ করেছে৷ আশা করছি, নির্বাচনের বাকি পর্যায়গুলিতেও এই ধারা বজায় থাকবে৷ গণতন্ত্র রক্ষা করতে সবাইকে ভোটদানের আবেদন করছি। হিংসার কোনও স্থান নেই।”

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version