দক্ষিণ 24 পরগনা তৃণমূলের শক্ত ঘাঁটি। অভিষেক নিজেও ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। দ্বিতীয় দফার আগে থেকেই জেলাজুড়ে বিভিন্ন জায়গায় সভা করছেন তৃণমূল সাংসদ। তিন দফায় দক্ষিণ ২৪ পরগনায় ভোট নিয়ে এদিন, নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, দক্ষিণ 24 পরগনায় আলাদা আলাদা দিনে ভোট করছে কমিশন। বিজেপির অঙ্গুলি হেলনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। তবে তাতেও বিজেপির লাভ হবে না বলে জানান অভিষেক।
কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) সরাতে গিয়ে বিজেপি দিল্লিছাড়া হবে। আমফানের সময় কোথায় ছিল? এখন ডেলি প্যাসেঞ্জারি করছে”।
এদিন ফের বিজেপির ‘সোনার বাংলা’ স্লোগান নিয়ে আক্রমণ করেন অভিষেক। প্রশ্ন তোলেন, কেন সোনার গুজরাত, উত্তরপ্রদেশ, অসম, রাজস্থান হয়নি?
চৈত্রের তীব্র রোদ উপেক্ষা করে প্রচুর মানুষ জড়ো হন অভিষেকের সভায়। তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি দেখে সন্তুষ্ট অভিষেক তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।