কলকাতার বুকে ফের অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে জ্যোতি সিনেমা হলের কাছে লেনিন সরণীর একটি বাড়িতে আচমকাই আগুন লাগার ঘটনা ঘটে। এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এরপর তড়িঘড়ি দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮ টি ইঞ্জিন পৌঁছেছে। কী থেকে এই আগুন , তা এখনও জানা যায়নি।

জানা গেছে, শুক্রবার লেনিন সরণির একটি বহুতলের একতলা থেকে দোতলায় আগুন ছড়িয়ে পড়ে। এরপরই দমকলবাহিনী এসে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভেঙে, আঁকশি দিয়ে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করেন দমকলকার্মীরা। প্রায় দেড়ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। বহুতলের পেছন দিকে এখনও পর্যন্ত পৌঁছতে পারেননি দমকলকর্মীরা। ধোঁয়া ছড়িয়েছে গোটা এলাকায়। আশেপাশের সমস্ত দোকান খালি করা হয়েছে । উদ্ধারকার্যে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক দমকল কর্মী। তবে হতাহতের কোনও খবর নেই।
