নন্দীগ্রামে জিতছেন মমতাই; মত তৃণমূলের

  • মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে জিতছেন।
  • বিজেপি পারসেপশন তৈরি করার চেষ্টা করছে, কারণ সারা বাংলায় পারসেপসন ফিল্ডে বিজেপি এখনও পিছিয়ে।
  • নন্দীগ্রাম ১ এ (১০টি গ্রাম পঞ্চায়েত আছে এখানে) তৃণমূল প্রচুর লিড নিয়েছে। এটা বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। এখানে বরং বিজেপিই বহু জায়গায় বুথ এজেন্ট দিতে পারেনি।
  • নন্দীগ্রাম ২ এ (৭টি গ্রাম পঞ্চায়েত আছে এখানে) বিজেপির হাওয়া অনেক বেশি ছিল। সকালের দিকে এখানকার কিছু বুথেই তৃণমূল এজেন্ট দিতে পারছিল না।
  • শুভেন্দু অধিকারী দুপুর একটা নাগাদই ঘোষণা করে দেয়, যে তিনি জিতে গেছেন। তখনো অবধি মুখ্যমন্ত্রী কিন্তু বেরোন নি।
  • তৃণমূল নেত্রী বেরোলেন। বয়াল মাকতব প্রাথমিক বিদ্যালয়ে গেলেন (যেখানে তৃণমূলের বুথ এজেন্ট কে বসতে দেয়নি বলে অভিযোগ।) সেখানেই বসে রইলেন ঘন্টা দুই। উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নন্দীগ্রাম ১ এ গেলেন না। গেলেন নন্দীগ্রাম ২ তে।
  • মমতা বন্দ্যোপাধ্যায় বসে থাকার ফলে, নন্দীগ্রাম ২ তে শুভেন্দু অধিকারীর প্ল্যান ভেস্তে যায়। বিজেপি প্ল্যান করে নেয়, নন্দীগ্রাম ২ থেকে দুপুরবেলা বিপুল ভোট ছাপ্পা করে নেবে। কিন্তু দিদি নিজে ওখানে চলে যাওয়ায় প্ল্যান ভেস্তে যায়।
  • মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন। ভিকট্রি সাইন দেখালেন। বললেন, We are Winning. V for victory!
  • শুভেন্দু বয়ালে ঢুকলেন। সকালের বডি ল্যাঙ্গুয়েজ উধাও। উলটে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে দুষলেন। কেন মুখ্যমন্ত্রী বসেছিলেন, সেই প্রশ্ন তুললেন।
  • সন্ধেবেলা বিজেপির জয়প্রকাশ মজুমদার পুরো নন্দীগ্রামের ভোটের জন্য পুরোপুরি পুলিশ কে দুষলেন। দিদি তখন দলীয় কার্যালয়ে বসে সহকর্মীদের সঙ্গে সন্ধেবেলা টিফিন খাচ্ছেন।

আরও পড়ুন- অন্য আসনে দাঁড়াতে পারেন মমতা! প্রধানমন্ত্রীর দাবি ওড়াল তৃণমূল

Advt

Previous articleঅন্য আসনে দাঁড়াতে পারেন মমতা! প্রধানমন্ত্রীর দাবি ওড়াল তৃণমূল
Next articleযোগ ব্যায়াম ছেড়ে এখন জ্যোতিষ হয়েছেন! নন্দীগ্রামের ফল নিয়ে মোদিকে কটাক্ষ ফিরহাদের