Wednesday, November 12, 2025

তাঁর নিজের জায়গা ডায়মন্ডহারবার। শুক্রবার কুলতলি, বাসন্তী ও বারুইপুরে সভা করার পর সেখানেই রোড শো করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ডায়মন্ড হারবার (Diamond Harbour) বিধানসভার পারুলিয়া মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত রোড শো-এ জনজোয়ার। ব়্যালির শুরু বা শেষ একবারে দেখা যাচ্ছিল না। রাস্তা জুড়ে শুধু কালোমাথা। তৃণমূলের (Tmc) নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি হাজির ছিলেন স্থানীয় বাসিন্দারাও। বর্ণাঢ্য রোড শো-র শেষে বক্তব্য রাখেন অভিষেক।

তিনি বলেন দক্ষিণ ২৪ পরগনায় ৩১-০ হবে। বিজেপিকে (Bjp) বিতাড়িত হবে। তিনি বলেন, ভোটের সময় শুধু বিজেপি নেতাদের দেখা যায়। এখন দিল্লি থেকে তারা ডেইলি প্যাসেঞ্জারি করছেন। করোনা-আমফানকালে বিজেপিকে পাশে পাওয়া যায়নি। তখন সঙ্গে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। একথা মনে করান ডায়মন্ড হারবারের সাংসদ। কোভিড (Covid) কালে এই অঞ্চলে কমিউনিটি কিচেন চালু করেছিল অভিষেক। এদিন বিপুল জনসমাগম তাঁদের প্রতি সমর্থনের বার্তা দেয় বলে মত তৃণমূলের।

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন অভিষেক। বাড়ির মহিলার নামে স্বাস্থ্যসাথী কার্ড করা থেকে শুরু করে মহিলাদের হাতখরচ দেওয়ার প্রকল্প- তৃণমূলের ইস্তেহারে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি উল্লেখ করেন মমতা।

এদিন অভিষেকের রোড শো ঘিরে তুমুল উদ্দীপনা দেখা যায় দেখা যায় তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে। রোড শো যখন শুরু হয় তখন রোদের তাপ রয়েছে রীতিমতো। তাও রাস্তা জুড়ে শুধুই জনসমাগম। এই ভিড় আশা জাগাচ্ছে তৃণমূল নেতৃত্বের। অভিষেক বলেন, “সবুজ আবির তৈরি রাখুন। দোসরা মে এসে খেলব”।

আরও পড়ুন- নন্দীগ্রামের মতো উত্তরেও তাণ্ডব করতে পারে বাহিনী: সতর্ক করলেন মমতা

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version