রাজ্যে হাইভোল্টেজ বিধানসভা ভোট (West Bengal Assembly Election) মাঝেই দেশজুড়ে অবিজেপি (Anti BJP) দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর বিজেপির বিরুদ্ধে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া নিয়ে মমতার আহ্বানের সঙ্গে সহমত পোষণ করলো কংগ্রেস (Congress) নেতৃত্ব। পাঁচ রাজ্যে নির্বাচনের পর এই ব্যাপারে জাতীয়স্তরে উদ্যোগ নেওয়া হবে বলেই জানা গিয়েছে।

পাঁচ রাজ্যে ভোট প্রচারেও বিজেপিকে রুখতে কংগ্রেস জোর দিয়েছে বলেও জানানো হয়েছে এআইসিসি (AICC) তরফে। তবে কংগ্রেসের একাংশের বক্তব্য, বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার বিষয়ে তৃণমূল নেত্রীর প্রস্তাব আরও আগে দিলে ভালো হতো। পশ্চিমবঙ্গে ভোটের আগে এ ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই উদ্যোগী হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তাঁরা।

কংগ্রেস অনেক আগে থেকেই বিজেপি বিরোধী জোটের কথা বলে আসছে, এআইসিসিতে এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করেন দলীয় মুখপাত্র রাজীব শুক্লা। রাজ্য সরকারকে নিষ্ক্রিয় রেখে কেন্দ্র মনোনীত উপ-রাজ্যপালের হাতে ক্ষমতা তুলে দেওয়া সংক্রান্ত দিল্লির আইনকে ইস্যু করেই সরব হয়েছেন মমতা। দিন কয়েক আগেই সংসদে ওই বিল পাশ করেছে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু এভাবে আইন আনা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় যেমন হস্তক্ষেপ, একইসঙ্গে নির্বাচিত সরকারকে পঙ্গু করে গণতন্ত্রের উপরও সরাসরি আঘাত বলেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, শারদ পাওয়ার, তেজস্বী যাদব-সহ কট্টর বিজেপি বিরোধী নেতা-নেত্রীকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
