Wednesday, August 20, 2025

নন্দীগ্রাম ছাড়ার আগে তৃণমূল কর্মীদের ঠিক কী বলেছিলেন মমতা?

Date:

দীর্ঘদিন ধরে চলতে থাকা যুদ্ধ শেষ হয়েছে বৃহস্পতিবার। যদিও রাজ্যে একাধিক জেলায় এখনো চলছে লড়াই। টানা কয়েকদিন নন্দীগ্রামে(Nandigram) কাটানোর পর শুক্রবার উত্তরবঙ্গে উড়ে যান যুদ্ধের মহারথী। তবে যাওয়ার আগে তৃণমূল কর্মীদের(TMC worker) গুরুদায়িত্ব দিয়ে গেলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বলে গেলেন সজাগ থাকার জন্য।

নির্বাচন উপলক্ষে নন্দীগ্রামের রেয়াপাড়ায় ভোটের কয়েক দিন বাড়ি ভাড়া নিয়ে সেখানেই ছিলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নন্দীগ্রামে ভোট মিটে যাওয়ার পর শুক্রবার ফের পুরোদমে প্রচারে নেমে পড়েন তিনি। নন্দীগ্রাম ছাড়ার পর জানিয়ে যান এবারের নির্বাচনে নন্দীগ্রাম থেকে তিনিই জয়ী হচ্ছেন। একই সঙ্গে দলীয় কর্মীদের কাছে আশঙ্কাও প্রকাশ করে যান মমতা। বলেন, ভোটের গণনা হতে এখনো একমাস বাকি রয়েছে। এর মধ্যে অনেক কিছু করতে পারে বিজেপি। মমতার কথায়, ‘নন্দীগ্রামে আমার জয় নিশ্চিত। কিন্তু এতেই কাজ শেষ হয়ে যাচ্ছে না। আগামী একমাস ভালো করে ইভিএমগুলো পাহারা দিতে হবে। অনেক ষড়যন্ত্র হবে, সেগুলোকে রুখে দিতে হবে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন চলাকালীন অমিত শাহ ঘোষণা করে দেন নন্দীগ্রাম থেকে মমতার নিশ্চিত। কর্মী-সমর্থকদের উত্তেজনা জিইয়ে রাখতে একই দাবি করেন অমিত শাহ। যদিও বিজেপির এহেন দাবি ফুৎকারে উড়িয়ে দেওয়ার পাশাপাশি তৃণমূলের তরফে জানানো হয়েছে নিজেদের হেরে যাবে জেনেও বাকি নির্বাচনগুলিতে কর্মী-সমর্থকদের উৎসাহে যাতে ভাটা না পরে তাই নিজেদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখার চেষ্টা করছেন বিজেপি নেতারা। পাশাপাশি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমিই নন্দীগ্রামে জিতব। কিন্তু শুধু আমি জিতলেই হবে না, ২০০–র বেশি আসনে জিততে হবে আমাকে।’ পাশাপাশি এই ভোট নির্বাচন কমিশনের পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিচালনা করছেন বলে অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন- বাবা ফিরে আসুন: মাকে আগলে রেখে চান শোভন-পুত্র

 

Related articles

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...
Exit mobile version