Monday, November 10, 2025

বিহারে মদ খেয়ে মৃত ১৪, হৃদরোগের স্বীকারোক্তিতে পরিজনকে পুলিশি চাপের অভিযোগ

Date:

নীতীশ কুমারের সরকার তাঁর রাজ্যে মদ নিষিদ্ধ করেছে বহুদিন আগেই। এবার সেই বিহারেই মদ খেয়ে মৃত্যু ১৪ জনের। জানা গিয়েছে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও চার জনের। কিন্তু সরকারি ভাবে মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকা সত্তেও কোথা থেকে এল এই মাদক তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে।

গোটা বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে বিহার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যারা এই ঘটনায় মারা গেছেন তাঁদের মৃত্যুর কারণ আদেও মাদক সেবনের জন্য হয়নি। বরং তাঁদের মৃত্যু হয়েছে হৃদ রোগে আক্রান্ত এবং অন্যান্য ব্যধির ফলে। এমনটাই জানিয়েছেন বিহারের বাসিন্দা গোপাল কুমারের পরিবারের তরফে। এর আগেই বিষ মদে কারণে মারা গেছেন ১০ জন। অর্থাৎ মোট ১৪ জন মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত।

গোটা ঘটনায় মৃতদের পরিবারের তরফ থেকে মৃত্যুর কারণ হিসাবে মদ খাওয়ার ফলে হয়েছে বলা হয়েছে। কিন্তু প্রশাসনের তরফ থেকে এই বিষয় কোন নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। এই প্রসঙ্গে নিহত গোপাল কুমারের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে হোলির দিন ছুটি থাকার ফলে রাতে বাড়িতে বসেই তিনি মদ্যপান করছিলেন । তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। কেননা গোপালের স্ত্রী বক্তব্যে পরিষ্কার ভাবে তিনি জানান গোপালের কোন হার্টের ব্যধি ছিল না। তাই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাননি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসপি ডিএস জানিয়েছেন গোপালের যে হার্টের প্রবলেম রয়েছে তার রিপোর্ট এবং প্রমাণ তার কাছে রয়েছে। এবং এসপি ডিএসের কথায় পরিষ্কার গোপালের মৃত্যু বিষমদ খেয়ে নয় বরং হার্টা অ্যাটাকের কারনেই হয়েছে। কিন্তু তাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে রাজ্যে মদ নিষিদ্ধ সেখানের বাসিন্দা কোথা থেকে পেল এই মদ।

আরও পড়ুন- ক্রিকেট খেলায় আউট দেওয়া নিয়ে মারামারিতে মৃত কিশোর

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version