Thursday, August 21, 2025
চন্দন বন্দ্যোপাধ্যায়

প্রকৃতির সঙ্গে তার নিবিড় যোগ।শাল-পিয়াল-মহুয়ায় ঘেরা জঙ্গল। ধূ ধূ প্রান্তর। রুক্ষ মাটির মায়াবী আবেশ। এরই মাঝে এক টুকরো প্রাণের ছোঁওয়া। একটা সময় কোথায় যেন হারিয়ে গিয়েছিল সেই প্রাণ। প্রাণোচ্ছ্বাস আর সবুজ মন ঢাকা পড়েছিল কুয়াশায়। বুটের আওয়াজ, মুখোশের মুখ বদলে দিয়েছিল স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ। তাল কেটে গিয়েছিল জীবনের ছন্দে । বাদ পরেনি কচি মনগুলোও । পড়াশোনা থেকে খেলাধূলা সবই লাটে উঠেছিল।
কিন্তু আজ বদলেছে সবকিছু। জঙ্গলমহল ফিরে পেয়েছে তার স্বাভাবিকতা। প্রকৃতি ফের এখানে হাসছে। আর সেইসঙ্গে হাসছে প্রকৃতির সন্তানেরাও।
ফিরে চলুন সেই দিনগুলোতে। রোজই খবরের শিরোনামে তখন জঙ্গলমহল। খুন-রক্ত-বিস্ফোরণ-হামলা – রোজনামচা হয়ে উঠেছিল। রাজ্যে তখন বাম শাসন। মাও দমনে ব্যর্থ প্রশাসন। সাধারণ মানুষের জীবনে আতঙ্কের দিবারাত্রি। বেলা ডোবার আগেই ঘরে ফেরার তাড়া আট থেকে আশি সবার। যিনি বাড়ি থেকে বেরোলেন সকালে, তিনি নিজেও জানেন না আদৌ ফিরবেন কিনা! হয়তো পরিজনরা শুনবেন তার রক্তাক্ত প্রস্থান ইহজগত থেকে ।
২০১১-য় রাজ্যে পালাবদলের পর ছবিটা আস্তে আস্তে পাল্টে গেল। মাও সন্ত্রাস প্রতিহত করে এলাকায় শান্তি ফেরালো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উন্নয়ন পৌঁছে দিল সহজ সরল মানুষগুলোর দুয়ারে। ফের হাসির ঝিলিক, খুশির ফোয়ারা ।
সেই জঙ্গলমহল এখন কেমন আছে। কি বলছেন সেখানকার মানুষ? স্বাভাবিক জীবনযাত্রায় কতটা পরিবর্তন এসেছে? রুক্ষ মাটি থেকে সত্যের সন্ধানে গিয়ে সবে পৌঁছেছি ঝালদা শহর ছাড়িয়ে। ঝালিদা রেল ক্রশিং পেরিয়ে দুরন্ত গতিতে ছুটছে গাড়ি। যেদিকে চোখ যায় শুধু সুবিস্তৃত শাল গার্ডেন। দুপুরের রোদ ঢাকা পড়েছে জঙ্গল ঘেরা রাস্তায়। ঘন্টা দুয়েক পথ পেরোনোর পর গাড়ি থামাতে হল। ছেলেদের কোলাহলে এবার অবাক হওয়ার পালা। জঙ্গলের মাঝখানে সবুজে ঘেরা স্পোর্টস গ্রাউন্ড। ব্যাট বল হাতে সৌরভ- সচিন হওয়ার সে কী দামাল উদ্দীপনা। সত্যিই যেন হাসছে জঙ্গলমহল। আরও কিছুটা রাস্তা।
জঙ্গল ঘেরা রুক্ষ জমিতে শক্তি প্রদর্শন করে চলেছে ছিপছিপে এক মেয়ে। অদম্য সাহস, অদম্য শক্তি সঞ্চয়ের যেন কসরত চলছে প্রকৃতিকে সাক্ষী রেখে ।
আসলে এখানে এলে বোঝা যায় যে প্রতিভার অভাব নেই। বরং অনেকের চেয়ে তারা খেলাধুলোয় বেশ কয়েক কদম এগিয়েই। উপযুক্ত সেই প্রশিক্ষণের পাঠও এখন সরকারের দৌলতে হাতের নাগালে । তাই তো নতুন খেলোয়াড় তৈরির স্বপ্ন দেখছে পুরুলিয়ার জঙ্গলমহল। শান্তির আবহে উৎসাহিত জঙ্গলমহলের নতুন প্রজন্ম।
আর আতিথেয়তা , সে তো নতুন করে বলার কিছু নেই । প্রকৃতির কোলে ওদের স্বচ্ছ, সহজ – সরল মন নিয়ে যখন বলে, ‘বাবু দাওয়ায় বসে দুটো মুড়ি অন্তত খেয়ে যান।’ তখন সত্যিই মনে হয় জঙ্গলমহলে এখন শান্তির বাতাবরণ ।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version