Monday, August 25, 2025

দ্বিতীয় দফা নির্বাচনের পর শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফার প্রস্তুতি। সেই লক্ষ্যেই বিজেপির(BJP) প্রচারে শনিবার রাজ্যে পা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। দুপুরে হুগলিতে জনসভার পর বিকেলে সোনারপুরের আড়াপাঁচ ময়দানে ফের একবার তৃণমূল সরকারের(TMC government) বিরুদ্ধে সরব হতে দেখা গেল মোদিকে। তাঁর অভিযোগ, ‘ছাপ্পা ভোট দিতে না পেরে কমিশনকে, বাহিনীকে নিশানা করছে তৃণমূল। ১০ বছর আগে এই কমিশন, বাহিনীকেই আপনাদের ভাল লাগত। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।’

পাশাপাশি তিনি সোনাপুরের মাটিতে উপস্থিত হয় ফের নেতাজি প্রসঙ্গ টানেন নরেন্দ্র মোদি। বলেন, ‘এই স্থান নেতাজি সুভাষচন্দ্র, শরৎচন্দ্রের মাটি। দেশে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালন হচ্ছে, কলকাতাতেও ঐতিহাসিক সমারোহ হয়। আমি উপস্থিত ছিলাম সেখানে। নেতাজি সুভাষের জন্ম ওড়িশা, বাংলায় শিক্ষালাভ। নেতাজির পরাক্রম দেশের সর্বত্র পালিত হচ্ছে। আজ দুঃখ হয় নেতাজির দেখানো পথে না হেঁটে মমতা বহিরাগত বলেন। আমাদের বহিরাগতর কথা বলা হচ্ছে, এটা নেতাজির অপমান।’ পাশাপাশি নন্দীগ্রামে ইস্যু টেনে তিনি বলেন, ‘শুনেছি তৃণমূলের মধ্যে গভীর আলোচনা চলছে। নন্দীগ্রামে দিদির দাঁড়ানো খুব বড় ভুল হয়েছে। নন্দীগ্রামে হার নিশ্চিত জেনে অন্য আসনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দুটি আসনেই হারলে তৃণমূলের পথ চলাই সমস্যা হয়ে যাবে। মমতা সঠিক বুদ্ধি শোনেন না, ভুল বুদ্ধি শোনেন।’

আরও পড়ুন:নাম না করে আব্বাস সিদ্দিকিকে ‘চ্যাংড়া’ বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমো’র

পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারাণসী থেকে দাঁড়ানোর যে গুঞ্জন উঠেছিল সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন দিদির দল বলছে বারাণসী থেকে ভোটে লড়বে। এর থেকে দুটি কথা স্পষ্ট হয়ে গেছে। প্রথমত দিদি বাংলায় হার মেনে নিয়েছেন। দ্বিতীয়ত দিদি বাংলার বাইরে জায়গা খুঁজতে শুরু করেছেন। আমার বারাণসীর মানুষ আপনাকে বহিরাগত বলবেন না। আমার কাশীর মানুষের মন বাংলার মানুষের মতই উদার। আপনার কাছে অনুরোধ বারাণসীর মানুষের উপর রাগ করবেন না।’

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version