Sunday, November 9, 2025

সারদা: ইডির বাজেয়াপ্ত বিবৃতির প্রেক্ষিতে কী লিখলেন কুণাল?

Date:

ইডির একটি বিবৃতিতে বলা হয়েছে সারদা মামলায় কুণাল ঘোষ, শতাব্দী রায় ও দেবযানী মুখোপাধ্যায়ের তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

এর পরেই কুণাল ফেস বুক পোস্ট করে লেখেন-

আমাকে একাধিক সাংবাদিকবন্ধু ফোনে বলছেন: সারদা মামলায় ইডি আমার এবং আরও কয়েকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এবিষয়ে আমার প্রতিক্রিয়া কী?

আমার বক্তব্য: ইডি আমার কোনো সম্পত্তি আজ/এখন/আগে বাজেয়াপ্ত করেছে বলে আমার কাছে কোনো খবর নেই।

সারদা মিডিয়া থেকে আমার বেতন এবং বিজ্ঞাপনবাবদ পুরো বৈধ আয়টিও আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ফেরত দিয়েছি। আর কেউ বিজ্ঞাপনের টাকা ফেরত দিয়েছে বলেও নজির নেই। 2013 সালের ফেব্রুয়ারি থেকে আমার ফেরত শুরু। 2017তে ইডিকে বলেছিলাম ফেরত দেব। একটু সময় নিচ্ছি। আয়ের আয়করও সব দেওয়া। এর পূর্ণাঙ্গ নথি আমার কাছে প্রস্তুত। আমি স্বেচ্ছায় সম্পূর্ণ বৈধ আয় ফেরত দিয়েছি।

ইডি দপ্তর থেকে বেরনোর সময় সাংবাদিকদের সব বিস্তারিত বলে এসেছি।

ফলে আমি যা স্বেচ্ছায় ইডিকে দিয়েছি, তারা সেটা আইনি প্রক্রিয়ায় গ্রহণ করছে বলে জানি।

এর বাইরে কোনো সম্পত্তি বাজেয়াপ্তর খবর নেই, প্রশ্নও নেই।

শুনলাম শতাব্দীর নামও তালিকায় আছে। যতদূর শুনেছিলাম ও আগেই সারদা থেকে আয় ফেরত দিয়েছে।

আমার কৌতূহল, স্বেচ্ছায় ফেরত দিলেও যে বা যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোটের মুখে এনিয়ে চর্চায় ব্যস্ত, তাদের তালিকায় মিঠুন চক্রবর্তীর নাম নেই কেন? তিনিও নাকি ফেরত দিয়েছিলেন। এখন মিঠুনের নামটা কি চোখে পড়ছে না?

জ্ঞানত কোনো অন্যায় করিনি।
বৈধ আয়টাও ফেরত দিয়েছি। বেতন এবং বিজ্ঞাপন।
যারা সারদা এবং অন্য চিট ফান্ড থেকে বিজ্ঞাপন নিয়েছে, তারাও ফেরত দিক।

শতাব্দী রায় বলেন,” অনেক আগে ফেরত দিয়েছি। ভোটের মুখে রাজনীতি করা হচ্ছে। মিঠুন চক্রবর্তীর নাম ভুলে গেল ইডি?”

আরও পড়ুন:সুপার ফ্লপ সভায় যোগীর সুপার ফ্লপ ভাষণে জমল না ভোটের প্রচার

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version