Monday, November 10, 2025

দ্বিতীয় দফা নির্বাচনের পর শুরু হয়ে গিয়েছে তৃতীয় দফার প্রস্তুতি। সেই লক্ষ্যেই বিজেপির(BJP) প্রচারে শনিবার রাজ্যে পা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। দুপুরে হুগলিতে জনসভার পর বিকেলে সোনারপুরের আড়াপাঁচ ময়দানে ফের একবার তৃণমূল সরকারের(TMC government) বিরুদ্ধে সরব হতে দেখা গেল মোদিকে। তাঁর অভিযোগ, ‘ছাপ্পা ভোট দিতে না পেরে কমিশনকে, বাহিনীকে নিশানা করছে তৃণমূল। ১০ বছর আগে এই কমিশন, বাহিনীকেই আপনাদের ভাল লাগত। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।’

পাশাপাশি তিনি সোনাপুরের মাটিতে উপস্থিত হয় ফের নেতাজি প্রসঙ্গ টানেন নরেন্দ্র মোদি। বলেন, ‘এই স্থান নেতাজি সুভাষচন্দ্র, শরৎচন্দ্রের মাটি। দেশে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী পালন হচ্ছে, কলকাতাতেও ঐতিহাসিক সমারোহ হয়। আমি উপস্থিত ছিলাম সেখানে। নেতাজি সুভাষের জন্ম ওড়িশা, বাংলায় শিক্ষালাভ। নেতাজির পরাক্রম দেশের সর্বত্র পালিত হচ্ছে। আজ দুঃখ হয় নেতাজির দেখানো পথে না হেঁটে মমতা বহিরাগত বলেন। আমাদের বহিরাগতর কথা বলা হচ্ছে, এটা নেতাজির অপমান।’ পাশাপাশি নন্দীগ্রামে ইস্যু টেনে তিনি বলেন, ‘শুনেছি তৃণমূলের মধ্যে গভীর আলোচনা চলছে। নন্দীগ্রামে দিদির দাঁড়ানো খুব বড় ভুল হয়েছে। নন্দীগ্রামে হার নিশ্চিত জেনে অন্য আসনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দুটি আসনেই হারলে তৃণমূলের পথ চলাই সমস্যা হয়ে যাবে। মমতা সঠিক বুদ্ধি শোনেন না, ভুল বুদ্ধি শোনেন।’

আরও পড়ুন:নাম না করে আব্বাস সিদ্দিকিকে ‘চ্যাংড়া’ বলে কটাক্ষ তৃণমূল সুপ্রিমো’র

পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারাণসী থেকে দাঁড়ানোর যে গুঞ্জন উঠেছিল সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন দিদির দল বলছে বারাণসী থেকে ভোটে লড়বে। এর থেকে দুটি কথা স্পষ্ট হয়ে গেছে। প্রথমত দিদি বাংলায় হার মেনে নিয়েছেন। দ্বিতীয়ত দিদি বাংলার বাইরে জায়গা খুঁজতে শুরু করেছেন। আমার বারাণসীর মানুষ আপনাকে বহিরাগত বলবেন না। আমার কাশীর মানুষের মন বাংলার মানুষের মতই উদার। আপনার কাছে অনুরোধ বারাণসীর মানুষের উপর রাগ করবেন না।’

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version