বিজাপুরে সেনা-মাওবাদী গুলির লড়াই এখনো থামেনি, নিখোঁজ ২০ জওয়ান

ছত্রিশগড়ের বিজাপুরে (Chhattisgar) (Bijapur) মাওবাদীদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই Maoist and army gun fight) এখনও চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘন জঙ্গলের ভিতর থেকে ক্রমাগত গুলিবর্ষণের আওয়াজ আসছে । এই লড়াইয়ে এখনো পর্যন্ত ৫ জন জওয়ানের হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে নিশ্চিত তথ্য দেওয়া হয়েছে। কিন্তু সেনা সূত্রে জানানো হয়েছে আরো ১৫-২০ জন জওয়ানের কোনও পাওয়া যাচ্ছে না। জঙ্গল জুড়ে তাঁদের তল্লাশি চলছে। ২৪ জন জওয়ান আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে বিজাপুর হাসপাতালে।

শনিবার দুপুর থেকেই নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াইয় শুরু হয়। ছত্তিশগড়ের বিজাপুর এলাকার বনাঞ্চলের মধ্যে মাওবাদীদের ডেরা আছে। সেই এলাকা ঘিরে লড়াই চলছে। সেনা সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড়ের বিজাপুর জেলার তারেম  অঞ্চলে কোনো এক গুপ্ত ঘাঁটিতে শনিবার দুপুরে মাওবাদী উপস্থিতির খবর মেলে মেলে। শুরু হয় তল্লাশি অভিযান । সিআরপিএফ(CRPF), জেলা নিরাপত্তা বাহিনী (District Reserve Guard) ও স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) একযোগে তল্লাশি শুরু করে। তারেম এলাকায় সিলবার বনে সিআরপিএফ এবং ডিআরজির যৌথ দলটিকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা প্রতিরোধে গুলি চালায় জওয়ানরাও।

Advt

Previous articleযদি প্রধানমন্ত্রী হতেন তবে কী করতেন? জবাব দিলেন রাহুল গান্ধী
Next articleপ্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায়