Wednesday, May 7, 2025

বলিউডে ফের থাবা বসিয়েছে করোনা(COVID 19)। সম্প্রতি অক্ষয় কুমার, গোবিন্দা সহ আক্রান্ত হয়েছেন একাধিক বলি তারকা। সেই তালিকায় এবার নাম তুললেন’ উড়ি’ সিনেমার তারকা ভিকি কৌশল এবং ‘বালা’ সিনেমার নায়িকা ভূমি পেডনেকর। তাঁরা দুজনেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। এবং নিজেদের গৃহবন্দি রেখেছেন। সোমবার তাঁদের কোভিডের খবর মিলেছে। মার্চ থেকে দেখা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। দৈনিক সংক্রমণ দিনে দিনে নতুন রেকর্ড তৈরি করছে। যার মধ্যে মুম্বই-এর অবস্থা সবচেয়ে সংকট জনক। শুরুর থেকেই দেখা গেছে মহারাষ্ট্র, করোনা লিস্টে প্রথম স্থানে রয়েছে। লকডাইন সম্পূর্ণ ভাবে উঠলেও পরিস্থিতি খারাপের দিকেযাওয়ার ফলে আংশিক লকডাউন এবং নাইট কার্ফু করা হয়েছে বানিজ্য নগরিতে।

বলিপাড়ায় ফের উদ্বেগের ছায়া। সোমবার ভিকি কৌশলের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর পরেই সঞ্জু সিনেমার মুখ্য চরিত্রের অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়াতে পোষ্ট করে তাঁর করোনার খবর জানান। এই প্রসঙ্গে ভিকি বলেন, আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি এবং করোনার সকল নিয়ম মেনেই চলছি। পাশাপাশি তিনি তাঁর সহকর্মী এবং নিকটজনেদের বলেন, আমার সংস্পর্শে যারা এসেছেন তাঁরা যেন নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেন। সোশ্যাল মিডিয়াতে ভূমিও জানিয়েছেন তাঁর করোনার কথা। ভূমি বলেন তিনিও ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছেন। রয়েছেন আইসোলেশনে। কয়েকদিন ধরে ভূমি এবং ভিকির হালকা উপসর্গ ছিল। তাই তাঁরা টেস্ট করান। তাঁর পরেই করোনা হয়েছে বলে জানতে পারেন।

একদিকে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা পেড়িয়েছে ১ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ তিন হাজার ৫৫৬ জন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৭৮ জনের। এছাড়াও সব গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার হার কমেছে খানিকটা।

Related articles

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোম মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...

আবেগতাড়িত বার্তায় টেস্টকে বিদায় রোহিত শর্মার

আইপিএলের মাঝেই বিরাট ঘোষণা রোহিত শর্মার(Rohit Sharma)। টেস্ট ফর্ম্যাট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত...

কথায় -কবিতায়-গানে মৌ রায়চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন

৭ মে, ২০২৪ মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যু হয় টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর কো চেয়ারপারসন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং...
Exit mobile version