Sunday, November 16, 2025

তাঁর কথায় কে কী মনে করলেন , তার পরোয়াই করছেন না বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷
বাংলার শিল্পী বুদ্ধিজীবী মহলকে মেরুদণ্ডহীন, বোঝা, রগড় দেব বলে আক্রমণ করলেন দিলীপ৷
সম্প্রতি সংবাদ প্রতিদিন পত্রিকায় এক  সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি শিল্পীদের বলেছি আপনারা গান গান নাচুন, ওটাই আপনাদের শোভা পায়। আপনারা রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের ছেড়ে দিন ।না হলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন আমি কীভাবে রগড়াই।
আমাকে নিয়ে কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না। আমার বরং এদের দেখলে মজা লাগে! সবসময় মুখোশের মোড়কে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টা। আমার এই লোকগুলোকে দেখলে করুণা হয়! ফুলিয়ে-ফাঁপিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে যাতে মনে হবে আমি একটা বিশেষ কেউ। এবারের নির্বাচনের মতো মজা কেউ দেখেনি।
তার প্রশ্ন, বুদ্ধিজীবীরা সবাই কোথায় ভ্যানিশ হয়ে গেলেন? একটা সময় তো আমাদের দিনরাত গালাগালি করতো, যাতে অন্য দল থেকে চট করে সুবিধাটা পাওয়া যায়। আজকে সেই লোকগুলো বেকার। তাদের কোনও কাজ নেই। যে পার্টির হয়ে গলা ফাটালো তারাও তো কার্যত উধাও। বরং গালাগালি দেওয়ার ফ্যাশনটা বঙ্গ রাজনীতিতে নতুন আমদানি। এবারের ভোটের মতো রঙ্গ মঞ্চ এর আগে কেউ দেখেছে বলে মনে হয় না।
দিলীপের কটাক্ষ, বুদ্ধিজীবীরা অনেক বেশি বোঝেন । কিন্তু কারা যে বুদ্ধিজীবী এটাই আমি বুঝতে পারি না। হঠাৎ আসেন আবার হঠাৎ তারা গায়েব হয়ে যান। তার প্রশ্ন, কিছু ব্যাজ লাগিয়ে ঝোলা পাঞ্জাবি, আর কাঁধে ব্যাগ নিয়ে ঘুরলেই কী
বুদ্ধিজীবী হওয়া যায়? এ প্রসঙ্গে সিপিএমকেও এক হাত নিয়ে তিনি বলেন, এইসব বুদ্ধিজীবীদের প্রোডাকশন করেছে তো সিপিএম। এরা আসলে সমাজের বোঝা। মানুষ আর এসব মানতে চাইছে না। তাই এদের ঘাড় থেকে নামিয়ে দিচ্ছে। ভাবতে অবাক লাগে, বুদ্ধিজীবীরা ভাবেন তারা অনেক বেশি বোঝেন। তাই তাদের বলার অধিকার আছে কিন্তু কোনও দায়িত্ব নেওয়ার দায় নেই। তার সাফ কথা, দিলীপ ঘোষ একবার যা বলে , তা থেকে পিছিয়ে আসে না৷

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version