Thursday, November 13, 2025

অগ্নিকাণ্ড থেকে আমফান, পাশে থাকে তৃণমূল: রোড শো-এ বিপুল জনসমাগমে বললেন অভিষেক

Date:

সোমবার তিন জেলা জুড়ে সভা ও রোড শো করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তিনটি সভা শেষে মহেশতলা বিধানসভায় বদ্দিরবাঁধ থেকে চন্দননগর পর্যন্ত দলীয় প্রার্থীর রোড শো করেন তৃণমূল সাংসদ। বিপুল সংখ্যায় জনসমাবেশ হয় সেই রোড শোতে। তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি যোগ দেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ রাস্তায় শুধু কালো কালো মাথা দেখা দিয়েছে।

রোড শো-র শেষে অভিষেক বলেন, সুখের দিনে মানুষের পাশে না থাকতে পারলেও, তাঁদের দুর্দিনে সব সময় পাশে থাকে তৃণমূল। অগ্নিকাণ্ড হোক বা আমফান- নিজেদের জীবন বিপন্ন করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তৃণমূলের নেতা-কর্মীরা। করোনাকালে বিজেপির নেতা কর্মীদের খুঁজে পাওয়া যায়নি বলেও কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, সাধারণ মানুষকে সাহায্য করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তৃণমূলের অনেক নেতা-কর্মী।

আরও পড়ুন:কাকে বোকা বানাচ্ছে বিজেপি? কয়লাকাণ্ড নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ অভিষেকের

আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ 24 পরগনা। সেই স্মৃতি মনে করিয়ে অভিষেক বলেন, সাহায্য করা তো দূর, বাংলার প্রাপ্য বকেয়া আমফানের সময় দেয়নি কেন্দ্রের বিজেপি (Bjp) সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। এইসব জনকল্যাণমূলক প্রকল্প অব্যাহত রাখতে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার আহ্বান জানান তৃণমূল সাংসদ।

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...
Exit mobile version