Monday, November 10, 2025

ভোটের মধ্যেই বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন অর্জুন ঘনিষ্ঠ যুবনেতা প্রিয়াংশু

Date:

ভোটের মধ্যেই অর্জুন গড়ে বিজেপিতে বড়সড় ভাঙন। এবার গেরুয়া শিবির ছেড়ে প্রচুর অনুগামী নিয়ে তৃণমূলে যোগ দিলেন যুবমোর্চার রাজ্য কমিটির দাপুটে নেতা প্রিয়াংশু পাণ্ডে। তিনি বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলেই রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ।

কে এই প্রিয়াংশু?

তৃণমূলের দলছুটদের গেরুয়া শিবিরে আগ্রাসনের মধ্যেও যিনি দাপটের সঙ্গে দীর্ঘদিন ধরে দলটি করে আসছেন।
এককথায় আদি বিজেপির বহুচর্চিত এক নতুন প্রজন্মের মধ্যে একজন উল্লেখযোগ্য মুখ। প্রিয়াংশু আরও বেশি করে নজরে আসেন গতবছর বিজেপির যুব মোর্চার ডাকে নবান্ন অভিযানে।

হাওড়া ময়দান চত্বরে পুলিশ যখন বিজেপির মিছিল আটকায় তখন প্রিয়াংশু পাণ্ডের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী
রিভালবার ও পাকড়ি খুলে যাওয়া নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। সেই স্মৃতি এখনও অনেকের কাছে টাটকা। এবার সেই প্রিয়াংশু পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে।

আরও পড়ুন : মঙ্গলে তৃতীয় দফায় ৩ জেলায় ভোটগ্রহণ, প্রার্থী তালিকায় প্রবীণ ও নবীন

আর তৃণমূলে যোগ দিয়েই পুরোনো দল নিয়ে বিস্ফোরক একদা অর্জুন সিংয়ের ছায়াসঙ্গী প্রিয়াংশু পাণ্ডে। তাঁর কথায়, “বঙ্গ বিজেপি তৃণমূলের গদ্দার বাহিনীতে রূপান্তিরিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যত নেতা গদ্দারি করেছেন তাঁরাই বিজেপিতে স্থান পেয়েছেন, বড় পদ পেয়েছেন। মোদিজি-শাহজি পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেন। কিন্তু, বাংলার বিজেপিতে পরিবারবাদ চলছে। মুকুল রায় ও তাঁর ছেলে, অর্জুন সিংয়ের ছেলে পবন সিং বিজেপির প্রার্থী হয়েছেন। তাই বঙ্গ বিজেপির বদল হয়েছে। তাই দিদির উন্নয়ের অনুপ্ররণাতেই তৃণমূলে যোগ দিলাম। হিন্দিভাষীদের জন্যও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায়ের সরকার দুর্দান্ত কাজ করেছেন, সেটা কেউ অস্বীকার করতে পারবেন না।”

শুধু প্রিয়াংশু নয়, এদিন তৃণমূলে যোগদান করেন ব্যারাকপুরে বিজেপির বিভিন্ন সংগঠনের নেতারা। প্রিয়াংশু পাণ্ডের সঙ্গেই এদিন তৃণমূলে নাম লেখান, বিজেপির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য রবি সিং, জেলা এসটি-এসটি সেলেরে ভাইস প্রসিডেন্ট সুরজিৎ বিশ্বাস, জেলা কমিটির সম্পাদক আকাশ মোল্লা। এমন যোগদানের পর রাজনৈতিক মহলের ধারণা, ব্যারাকপুর, ভাটপাড়া, জগদল, বীজপুর এলাকায় অনেকটাই শক্তি বাড়িয়ে নিল শাসক দল। অন্যদিকে, ওই অঞ্চলগুলিতে অর্জুন সিংহয়ে দাপট কমবে বলেই মনে করা হচ্ছে।

Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version