সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন টলিউডের অভিনেতা তথা তৃণমূল নেতা ভরত কল ও তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ও। আপাতত তাঁরা দু’জনেই কোয়ারেন্টিনে।এবার আবারও করোনা সংক্রমণ আক্রান্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চলছে চিকিৎসাও।
মঙ্গলবার ‘দেশের মাটি’-র অভিনেত্রী শ্রুতি নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের কোভিড পজিটিভের বার্তা জানিয়ে লেখেন, “আমি কোভিড আক্রান্ত। গত ২ তারিখ থেকে ডাক্তারের পরামর্শমতো চিকিৎসা চলছে আমার। স্বাদ-গন্ধ পাচ্ছি না। শরীর দুর্বল।” সেইসঙ্গে তিনি তার সংস্পর্শে আসা অনান্যদেরও কোভিড টেস্ট করার পরামর্শ দেন।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর ক্রমশ বাড়ছে সংক্রমণ। আমজনতার পাশাপাশি করোনা থাবা বসিয়েছে বলিউড ও টলিউড তারকাদের উপর। বলিউডের আমির, রনবীর, আলিয়া , অক্ষয় থেকে শুরু করে ক্যাটরিনাও এখন কোভিড পজিটিভ। এছাড়াও রয়েছেন আরও অনেকে। তাই রীতিমত উদ্বেগে পড়েছেন টেলি তারকারা।
