Wednesday, August 27, 2025

বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসার অপসারিত

Date:

তৃতীয় দফার নির্বাচন চলছে রাজ্যের তিন জেলায়। মঙ্গলবার সেই নির্বাচনের দিনেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন(election commission)। একসঙ্গে সরিয়ে দেওয়া হলো কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে(returning officer)। এদিন বিবৃতি দিয়ে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে কমিশনের তরফে। হঠাৎ এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে কমিশনের তরফে জানানো হয়েছে, পরপর ৩ বছর কেউ এক পদে থাকতে পারেন না। তবে এই নিয়ম কলকাতার ক্ষেত্রে কার্যকর হয়নি এতদিন। যার ফলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে।

যদিও সূত্রের খবর বিভিন্ন সময়ে এই ৮ আধিকারিকের উপর পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। কিন্তু কখনোই এই অভিযোগ গুলিকে গুরুত্ব দেওয়া হয়নি। কমিশনের কাছে এই খবর পৌঁছানোর পর নড়েচড়ে বসে কমিশন। পর পর ৮ জন অফিসারকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের পরিবর্তে নতুন রিটার্নিং অফিসার কারা হবেন সেটাও নাকি ঠিক করে ফেলেছে কমিশন।

আরও পড়ুন:মোদি ‘মিথ্যাবাদী’, প্রমাণ দিয়ে মাথাভাঙার জনসভা থেকে বিজেপিকে তুলোধনা করলেন মমতা

কমিশনের তরফ জানা গিয়েছে, কলকাতার যে ৮টি বিধানসভা এলাকার রিটার্নিং অফিসারকে অপসারিত করা হয়েছে সেগুলি হল, কলকাতা বন্দর, জোড়াসাঁকো, ভবানীপুর, এন্টালি, চৌরঙ্গী, বেলেঘাটা, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়া। অর্থাৎ কলকাতার ১১ টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল কমিশন। এই কেন্দ্রগুলোতে প্রার্থী হয়েছেন হাইভোল্টেজ প্রার্থীরা। উল্লেখ্য, এবারের নির্বাচনে একেবারে শুরু থেকেই একের পর এক বড় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। সাম্প্রতিক সময়ে রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি আইন-শৃঙ্খলাকেও বদল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সেই ধারা অব্যাহত রেখে এবার অপসারিত হলেন ৮ রিটার্নিং অফিসার

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version