আজ মঙ্গলবার আইকোরকাণ্ডে(icore) পার্থ চট্টোপাধ্যায়কে (Partha chatterjee) তলব করেছিল সিবিআই।(cbi)। এটি তাঁর দ্বিতীয় তলব। প্রথম দিন যাননি। আজও যাবেন না। পার্থ চিঠি দিয়ে জানালেন যে তাঁর ভোট 10 এপ্রিল। তিনি প্রার্থী। এখন ব্যস্ত। তাই আজ যাবেন না। ভোট মিটলে তিনি যেতে প্রস্তুত। সিবিআই সূত্রে খবর, তারা তাদের আইনি শাখার পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করছে। তৃতীয়বার চিঠি দেওয়ার সম্ভাবনাই বেশি।
