Thursday, August 28, 2025

এক ছোবলে ছবি: প্রচারে গিয়ে মুখে বললেন না ইশারায় বোঝালেন মিঠুন

Date:

পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটের দিন আবারও নির্বাচনী প্রচারে দেখা গেল মিঠুন চক্রবর্তীকে। হুগলির চণ্ডীতলার ভারতীয় জনতা পার্টির তারকা প্রার্থী যশ দাশগুপ্তের হয়ে রোড শো করলেন পর্দার ‘ফাটাকেষ্ট’। সাদা রঙের পাঞ্জাবি, গলায় উত্তরীয় পরে প্রচারে নামলেন মিঠুন।

মঙ্গলবার উত্তরপাড়ার গৌরী মোড়ে বিজেপি-র কর্মসূচিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তিনি মঞ্চে উঠতেই দর্শকরা তাঁর ছবির বিখ্যাত সংলাপ শোনার আবদার করেন। মিঠুন বলেন, “আমি বলব না, বুঝে নিতে হবে।” এর পর ‘মহাগুরু’ তাঁর স্বকীয় ভঙ্গিমায় ‘অভিমন্যু’ ছবির বিখ্যাত সংলাপ ইশারার মাধ্যমে বিজেপি-র কর্মী সমর্থকদের বুঝিয়ে দেন। হাতের মুদ্রায় বোঝান, ‘এক ছোবলে ছবি’। মহাগুরুর ইশারা ধরতে পেরে খুশি বিজেপি কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-তৃতীয় দফায় ‘আক্রান্ত’ ৫ প্রার্থী, অভিযোগ দায়ের কমিশনে

চণ্ডীতলায় মিঠুন চক্রবর্তীর গলায় রজনীগন্ধার মালা পরিয়ে অভ্যর্থনা জানালেন যশ দাশগুপ্ত। উল্লেখ্য, BJP-তে যোগ দিয়েই ব্রিগেডের মঞ্চে বাংলার সুপারডুপার হিট ছবি ‘MLA ফাটাকেষ্ট’-এর সুপারহিট ডায়লগ ‘মারব এখানে লাশ পড়ব শ্মশানে’ শোনা যায় মিঠুনের গলায়। পাশাপাশি ভোটপ্রচারে রীতিমতো দামামা বাজিয়ে মিঠুন ফিল্মি স্টাইলে বলেছিলেন, ‘আমি জলঢোড়া নই, বেলেবড়া নই, আমি জাত কোবরা গোখরো, এক ছোবলেই ছবি।’ উল্লেখ্য, মিঠুনের ফিল্মি ডায়লগ হিসেবে ‘এক ছোবলেই ছবি’ অত্যন্ত হিট। সেই ডায়লগ বলেই কার্যত একুশের মহাযুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন মহাগুরু। মিঠুন বলেন, ‘এবার এটাই হবে, এক ছোবলেই ছবি।’

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version