প্রতি দফার মত এই দফার নির্বাচনেও ভোটারদের উদ্দেশ্যে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আবেদন জানিয়ে বাংলা ভাষায় ট্যুইট করলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি ট্যুইটে লেখেন, ‘পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন’!

পশ্চিমবঙ্গের যে সব জায়গায় আজ নির্বাচন হচ্ছে, সেখানকার ভোটদাতাদের বিপুল সংখ্যায় ভোট দেবার আবেদন জানাই। ভোট দিন আর গনতন্ত্রকে আরো শক্তিশালী করুন !
— Narendra Modi (@narendramodi) April 6, 2021
মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফায় হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা, এই তিন জেলার ৩১ টি আসনে ভোটগ্রহণ।প্রথম দফার নির্বাচনের থেকে দ্বিতীয় দফার হাইভোল্টেজ ভোটে অনেক বেশি অভিযোগ, অশান্তির খবর সামনে এসেছিল। প্রশ্নের মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকেও। এই অবস্থায় তৃতীয় দফায় নির্বাচনের আগে আরও সতর্ক কমিশন। থাকছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি।

আরও পড়ুন- উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম মেশিন, এলাকায় বিক্ষোভ, সাসপেন্ড সেক্টর অফিসার
