রাজ্যে চলছে তৃতীয় দফার নির্বাচন(third phase election)। এই নির্বাচনে সকাল থেকেই নানা প্রান্ত থেকে আসছিল অশান্তির খবর। তবে সবকিছুকে ছাপিয়ে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠল আরামবাগ কেন্দ্রে(Arambagh constituency)। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের(Sujata Mondal) উপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রার্থীর ওপর হামলা হলেও এলাকায় দেখা গেল না কেন্দ্রীয় বাহিনীকে(Central force)। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মঙ্গলবার নির্বাচন শুরু হওয়ার পরপরই সুজাতা অভিযোগ করেছিলেন, ‘কিছু এলাকায় পরিস্থিতি ঠিক আছে। কিন্তু যে এলাকায় আমরা শক্তিশালী সেখানে তৃণমূলে ভোট দিলে তা চলে যাচ্ছে বিজেপিতে। আরান্দিতে আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে।’ এরপরই আরান্দির পরিস্থিতি খতিয়ে দেখতে সেই এলাকায় যান সুজাতা। সেখানেই বিজেপি কর্মীদের ঘেরাও ও হামলার মুখে পড়েন তিনি। তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। যদিও এই ঘটনা চলাকালীন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকলেও তাদের দেখা যায়নি। চোখে পড়েছে কয়েকজন মাত্র রাজ্য পুলিশকে। যদিও অকুতোভয় সুজাতা হামলার মুখে পড়েও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তোরা বদমাইশি করছিস! বেরিয়ে আয়, লুকিয়ে পড়েছিস কেন, সামনে আয়!’ সুজাতার রুদ্রমূর্তিতে তখন পিছু হটতে শুরু করে বিজেপি কর্মীরা। এরপরই অবশ্য সুজাতা বলেন, ‘আমি একলা মেয়ে বলে আমার উপর হামলা চালিয়েছে বিজেপি। আমার মাথা ফাটিয়ে দিয়েছে, কোমরে মেরেছে। কিন্তু আমি দেখে নেব বিজেপিকে। আরামবাগে আমিই জিতব।’
আরও পড়ুন:সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ক্যানিং-মগরাহাটে
পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা অভিযোগ করেন, ‘তৃণমূল এজেন্টের বাড়িতে সাদা থান পাঠাচ্ছে বিজেপি। বলা হচ্ছে স্বামী এজেন্ট হিসেবে বুথে বসলে এই শাড়ি পড়তে হবে। তৃণমূল এজেন্টের বাড়িতে হামলা করা হচ্ছে। ভাঙচুর চলছে। এটাই ওদের কালচার।’