Saturday, August 23, 2025

সুজাতা-কাণ্ডে বাঁশ নিয়ে তাড়া করার কথাই নেই কমিশনে পাঠানো পুলিশ সুপারের রিপোর্টে

Date:

তৃতীয় দফার ভোটে মঙ্গলবার আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের (Sujata Mandal) দিকে বাঁশ-লাঠি নিয়ে কিছু লোককে ছুটে আসতে দেখা গিয়েছিলো টিভির পর্দায়৷ দেখা যায়, প্রাণ বাঁচাতে খেতের উপর দিয়ে দৌড়ে পালাচ্ছেন তৃণমূল প্রার্থী।

সূত্রের খবর, নির্বাচন কমিশনে (ECI) পাঠানো জেলার পুলিশ সুপারের (SP) রিপোর্টে আরামবাগের আরান্ডি-র এই ঘটনার উল্লেখই নেই৷ কমিশনকে দেওয়া রিপোর্টে জেলার এসপি জানিয়েছেন, তৃণমূল- বিজেপি কর্মীদের মধ্যে শুধুই হাতহাতি হচ্ছিলো। সেখানে হাজির ছিলেন প্রার্থী সুজাতা। ছোট মাপের জখম হয়েছেন৷ এ ছাড়া ওই স্থানে সামগ্রিক ভোট-পরিস্থিতি নির্বিঘ্ন ছিলো বলে দাবি করেছেন পুলিশ সুপার। এসপি’র দাবি, তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল ঘটনাস্থলে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে বচসায় জড়ান। ফলে উত্তেজনা তৈরি হয়৷ তখনই মারমুখী হয় জনতা। যদিও তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের উপর হামলার চেষ্টার অভিযোগে ইতিমধ্যে ৫ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন-পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে’কে জরুরি তলব নির্বাচন কমিশনের

প্রসঙ্গত, সুজাতাকে আক্রমণের বিষয় নিয়ে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে ফোন করেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তারপরই সুজাতা-কাণ্ডে রিপোর্ট তলব করে কমিশন। গ্রামে গিয়ে নিজে তদন্ত করে পুলিশ সুপার রিপোর্ট জমা দেন।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version