Saturday, November 8, 2025

অন্য মাঠে এবার বিপক্ষকে ছিন্নভিন্ন করতে নেমেছেন ‘জোড়া ফলা’ বিদেশ-মানস

Date:

ফুটবল মাঠে যে জোড়া ফলায় দশকের পর দশক বিদ্ধ হয়েছে বিপক্ষ দল, সমৃদ্ধ হয়েছে ভারতীয় ফুটবল, সেই দুই ফলা এবার অন্য ময়দানে৷

রাজনীতির ময়দানে এবার তৃণমূলের জার্সিতে বিজেপি- সহ অন্য বিরোধীদের ছিন্নভিন্ন করার খেলায় নেমেছেন ময়দানের জোড়া-ফলা মানস-বিদেশ ( Manas Bhattacherjee- Bidesh Basu)৷

ময়দানে একসঙ্গে উচ্চারিত হওয়া দু’টি নাম৷ প্রায় তিন দশকের কিংবদন্তি হওয়া জুটি, মানস ভট্টাচার্য এবং বিদেশ বসু৷ একুশের নির্বাচনে ওই জুটির অন্যতম বিদেশ বসুকে এবার উলুবেড়িয়া- পূর্ব কেন্দ্রে দলের প্রার্থী করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

আর প্রায় তখন থেকেই ওই কেন্দ্রেই ঘাঁটি গেড়েছেন মানস ভট্টাচার্য৷ ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, পদযাত্রা, সভা, প্রচার বিদেশ বসুর সঙ্গী মানস ভট্টাচার্য৷ মানস এমনিতেই সুবক্তা, ফুটবলের নিয়মিত ধারাভাষ্যকার৷ উলুবেড়িয়া-পূর্বের পথে প্রান্তরে মানস বলছেন, “বাংলা আজ সন্ধিক্ষণে দাঁড়িয়ে৷ আজ বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, সাম্প্রদায়িক শক্তিকে আহ্বান জানাবেন, না’কি বাংলার মেয়ের হাতেই বাঙালির ভবিষ্যতের ভার তুলে দেবেন”৷ মানস বলছেন, “সমাজের সর্বস্তরের মানুষের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সজাগ দৃষ্টি রয়েছে৷ সেই কারনেই ভারতের অন্যতম সেরা ফুটবলারকে উলুবেড়িয়া-পূর্বের বাসিন্দাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার সুযোগ দিয়েছেন৷”

মানস ভট্টাচার্য একশো শতাংশ নিশ্চিত অভিন্নহৃদয় বিদেশ বসু এবার নতুন ভূমিকায় সফল হবেই৷ চতুর্থ দফায় আগামী ১০ এপ্রিল, উলুবেড়িয়া-পূর্বের ভোট৷ শুধুই বিদেশ বসুর জন্য নয়, মানস সভা করছেন বাংলা তথা ভারতের ক্রিকেটের অন্যতম নক্ষত্র মনোজ তিওয়ারির (Manoj Tewari) জন্যও৷ শিবপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মনোজ৷ সেখানেও একাধিক সভা করছেন মানস ভট্টাচার্য, লক্ষ্য একটাই, তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলা ও বাঙালির ভবিষ্যৎ-ভার তুলে দেওয়া৷

আরও পড়ুন: দিল্লির পর এবার পাঞ্জাবেও জারি নাইট কার্ফু, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

 

Related articles

ক্যাপ্টেন হোক: রিচার সংবর্ধনায় প্রশংসায় ভরালেন মুখ্যমন্ত্রী, বঙ্গভূষণ-ডিএসপি-র চাকরি-সহ একগুচ্ছ পুরস্কার

উষ্ণ অভিনন্দন। আমি চাই একনম্বর (ক্যাপ্টেন) হোক রিচা। বিশ্বজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটদলের সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষের (Richa...

রাস্তায় পড়ে রাশি রাশি VVPAT স্লিপ! বিহারের ভোট চুরির পর্দাফাঁসে দ্রুত পদক্ষেপ

নির্বাচন প্রক্রিয়া এখনও চলছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সমস্তিপুর এলাকায় রাস্তার পাশ থেকে রাশি রাশি...

ক্রিকেটের নন্দনকাননে বিশ্বজয়ীকে বরণ, রিচা বললেন, “স্বপ্নের মতো লাগছে”

নভেম্বরের দ্বিতীয় দিনে ভারতীয় মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দলের বিশ্বজয় লিখেছে নতুন ইতিহাস। গোটা দেশের বুকে...

Exclusive: শুধু সংসারের নয়, গাড়ির স্টিয়ারিং হাতে নিন নারী: বার্তা কলকাতার মহিলা ক্যাব চালকের

জয়িতা মৌলিক গাড়ির স্টিয়ারিং-এ মহিলা। মহানগরীর রাজপথে একেবারেই বিরল নয়। তবে, সেই গাড়ি যদি হয় WB05-8198 নম্বরের অ্যাপ ক্যাব?...
Exit mobile version