Friday, November 7, 2025

তুরস্কে আন্তর্জাতিক বৈঠকে বসার আসন পেলেন না ইউরোপীয় কমিশনের মহিলা সভাপতি

Date:

ইউরোপীয় কমিশনের প্রথম মহিলা সভাপতি উরসুলা ভনডের লিয়েনকে রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হলো তুরস্কে গিয়ে। গুরুত্বপূর্ণ পদে থাকা ওই মহিলাকে আন্তর্জাতিক বৈঠকে দেওয়া হলো না বসার আসন। যদিও বৈঠকে অংশগ্রহণকারী বাকি দুই রাষ্ট্রপ্রধানের জন্য বরাদ্দ ছিল দুটি চেয়ার। এই ঘটনায় রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা তুরস্কে (Turkey) গিয়েছেন এক আন্তর্জাতিক বৈঠকে। তাঁর সঙ্গে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মাইকেল। বুধবার তাঁদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তুরস্কের প্রেসিডেন্ট তায়ইপ এরদোগানের (Recep Tayyip Erdogan)। সেইমতো তাঁরা তিনজন বৈঠকের জন্য হলঘরে প্রবেশও করেন। সেখানে ঘটে এই দুর্ব্যবহার। হল ঘরের মধ্যে থাকা দুটি চেয়ারে বসে পড়েন দুই পুরুষ সদস্য। মাঝে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় উরসুলাকে।

আরও পড়ুন:দু’ম‍্যাচ নির্বাসিত নেইমার, চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে জয় পিএসজির

এদিকে এ ঘটনায় ইউরোপীয় কমিশন প্রবন নিন্দা জানালেও তুরস্কের তরফে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও। ট্রেন্ড হতে শুরু করেছে #GiveHerASeat। ঘটনার নিন্দায় মুখর হয়ে উঠেছে নেটিজেনরা। চার্লস মাইকেলকেও কাঠগড়ায় তোলা হয়েছে। বলা হচ্ছে যতক্ষণ না তৃতীয় চেয়ার আসছে ততক্ষণ মাইকেলের দাঁড়িয়ে থাকা উচিত ছিল। ঘটনার নিন্দা করে ইউরোপীয় কমিশনের তরফে জানানো হয়েছে, ‘কমিশনের প্রেসিডেন্ট পরিস্থিতি দেখে হকচকিয়ে যান। ভিডিওতে তা পরিষ্কার হয়ে যায়। ইউরোপীয় কাউন্সিলের সভাপতির মতোই প্রোটোকল দেখানো উচিত ছিল কমিশনের সভাপতির ক্ষেত্রেও।’

Related articles

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা...

‘হিন্দি বলয়ের লোক’! বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অস্বস্তি বাড়ালেন অভিজিৎ

বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে প্রবল বাঙালি বিদ্বেষ ঠিক কীভাবে বাংলার মানুষের ক্ষতি করেছে তা বারবার তুলে ধরেছে বাংলার...
Exit mobile version