Tuesday, November 11, 2025

বাংলাকে গুজরাট হতে দেব না, গুজরাটিদের বাংলা দখল করতে দেব না: হুগলির জনসভায় বললেন মমতা

Date:

আগামী শনিবার, ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার বিধানসভা( 4th phase assembly election) নির্বাচন। মোট ৪৪ টি আসনে সেদিন ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবারই ছিল প্রচারের শেষ দিন । মুখ্যমন্ত্রী মমতা(chief minister Mamata Banerjee) বন্দ্যোপাধ্যায় এদিন হুগলির বলাগড় এবং শ্রীরামপুরে দুটি জনসভা করেন। মুখ্যমন্ত্রী এদিন জনপ্লাবনে ভেসে যাওয়া জনসভাকে প্রশ্ন করেন, আপনারা কি চান? গুজরাটিরা এসে বাংলা চালাক? আমি বেঁচে থাকতে বিজেপিকে বাংলা দখল করতে দেব না। বাংলাকে গুজরাট হতে দেব না। বাংলাকে বাঁচাতে তৃণমূলকে ভোট দিন। বিজেপি কেন ভোট দেবেন? গ্যাসের দাম বাড়িয়েছে। তোমাদের নেই কোন কাম, মানুষকে করেছ বদনাম। আপনারা বলুন ক্যাশ চাই না গ্যাস চাই। বিজেপি রেল বিক্রি করে দিচ্ছে। সব বিক্রি করে দিচ্ছে। মানুষ খাবে কি? বিজেপির আমলে অর্থিনীতি ধুঁকছে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, বলাগড় এ অনেক ইটভাটা আছে। একটা সময় কোর্টের অর্ডারে ইটভাটাগুলো বন্ধ হয়ে গেছিল। আমি আবার আইন পাশ করে খুলিয়েছি। আপনারা চিন্তা করবেন না, আমি সব সময় আপনাদের পাশে থাকব। পাশাপাশি মৎস্যজীবিদের জন্যেও কাজ করছি। এখানে ইকো ট্যুরিজম পার্ক হবে।

বলাগড় এ প্রার্থী করেছি মা মাটি মানুষের সার্থক প্রতিনিধি মনোরঞ্জন ব্যাপারিকে। মনোরঞ্জন রান্না করতে করতে বই লিখতেন। ওনাকে রান্নার কাজ থেকে সরিয়ে লাইব্রেরিতে চাকরি দিয়েছি। মনোরঞ্জন ব্যাপারি রিক্সা চালিয়ে নমিনেশন সাবমিট করতে গেছেন।

মানুষ ভোট কেন দেয়? যাতে পাঁচ বছরে একটা সরকার তাদের জন্য কিছু কাজ করে। আমরা আপনাদের জন্য কি করিনি? বিনামূল্যে রেশন, কন্যাশ্রী, রুপশ্রী, ঐক্যশ্রী সব করেছি। ষাট বছর বয়সী তপশিলি বন্ধুদের পেনশন দেওয়া হয়েছে। ১৮- ৬০ বছর বয়সী বিধবারা পেনশন পাবেন। দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে নাম লিখিয়ে নেবেন।

আর ওদিকে বিজেপি কি করেছে? দাঙ্গা করেছে আর মদ খাইয়েছে। গ্যাসের দাম বাড়িয়েছে তেলের দাম বাড়িয়েছে। আর সব সরকারি সম্পত্তি বেচে দিয়েছে। তাই বলছি বিজেপিকে একটি ভোটও দেবেন না। আগামী দিনে আমরা বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেব, মা বোনেদের ৫০০- ১০০০ টাকা করে দেব। কৃষক বন্ধুরা এখন যারা ৫০০০ টাকা করে পান, সেটা ১০ হাজার টাকা হয়ে যাবে। ক্ষেতমজুররা ৫ হাজার টাকা করে পাবেন। স্টুডেন্টদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড করে দেব।

Related articles

KIFF: হল ভরিয়ে ভরিয়ে কোমল গান্ধার দেখলেন দর্শকরা, ‘সিনেমায় রবীন্দ্রসঙ্গীত’ নিয়ে সান্ধ্য-আড্ডা 

৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) ষষ্ঠ দিনে সকাল সকাল 'কোমল গান্ধার' (Komal...

খুন-ধর্ষণ-নরমাংস ভক্ষণের অভিযোগ! শীর্ষ আদালতে বেকসুর খালাস নিঠারি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত

ধর্ষণ, খুন, খুনের পর ধর্ষণ ও নরমাংস ভক্ষণের নারকীয় কাণ্ডের অভিযোগ ছিল। নিঠারি হত্যাকাণ্ডের (Nithari Murder Case) ঘটনা...

ভারতের উপর শুল্ক কমাবেন ট্রাম্প! ঊর্ধ্বমুখী শেয়ারবাজারে সূচক

ভারতের উপর শুল্কহার কমানোর পক্ষে মার্কিন প্রেসিডেন্ট (America President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার হোয়াইট হাউস (White House)...

এবার কুমারগঞ্জে আত্মঘাতী বৃদ্ধ! SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ

এসআইআর আতঙ্ক পিছু ছাড়ছে না বাংলার মানুষের। তালিকায় নাম না থাকা বা নাম-ঠিকানার ভুলে দেশছাড়া হওয়ার আতঙ্কে জেরবার...
Exit mobile version