প্রচারের শেষ দিনে নিজের কেন্দ্র চষে বেড়ালেন প্রবীর ঘোষাল

১০ এপ্রিল ভোট উত্তরপাড়ায়। বৃহস্পতিবার, প্রচারের শেষ দিন। এদিন প্রচারে ঝড় তুললেন উত্তরপাড়ার বিজেপি (Bjp) প্রার্থী প্রবীর ঘোষাল (Prabir Ghoshal)। এদিন কোন্নগরের কানাইপুর সহ বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের প্রচার সারেন প্রবীর ঘোষাল। বাড়ি বাড়ি দরজায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী।

নির্বাচনের মুখেই তৃণমূল (Tmc) ছেড়ে বিজেপি যোগ দেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। তারপর তাঁদের প্রার্থী করে গেরুয়া শিবির। এই নিয়ে দলের অন্দরে আদি ও নব্য বিজেপির মধ্যে বিবাদ বাধে। শেষে বিষয়টি মিটিয়ে নেন স্বয়ং প্রবীর ঘোষাল। এখন শেষবেলায় প্রচারে জনসংযোগে জোর দিয়ে ভোট টানতে চাইছেন বিজেপি প্রার্থী।

Advt