Wednesday, May 14, 2025

বাংলার ভোটে ধর্ম জিতলে মানুষ হেরে যাবে”, তাৎপর্যপূর্ণ মন্তব্য সাংসদ দেব-এর

Date:

বাংলার এবারের নির্বাচনে ধর্ম জিতলে মানুষ হেরে যাবে।” বারাসতের তৃণমূলপ্রার্থী চিরঞ্জিত চক্রবর্তীর (Chiranjit Chakraborty) সমর্থনে ভোট প্রচারে এসে শুক্রবার তাৎপর্যপূর্ণ এই মন্তব্য করলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব (Dev)। তিনি বলেন, “এবার তো দেখছি, ধর্মের ভিত্তিতে ভোট হচ্ছে৷ মানুষকে বোঝানো হচ্ছে আপনি সুরক্ষিত নেই। ধর্ম জিতলে মানুষ হেরে যাবে।’ দেব বলেন, “শ্রীরামের জন্য ভোট নয়, ভোট দিন উন্নয়নের জন্য।”

 

শুক্রবার বারাসতের শতদল মাঠে চিরঞ্জিত চক্রবর্তীর হয়ে ভোট প্রচারে এসে পাশাপাশি আরও একটি কথা বলেছেন তিনি৷ বাংলার চিত্রতারকাদের বড় একটা অংশ কোনও না কোনও রাজনৈতিক দলের দিকে ঝুঁকছেন৷ সেই ঘটনার উল্লেখ করে সাংসদ দেব বলেছেন, “আমি রাজনীতিতে আসায় সেদিন যাঁরা বলেছিলেন আমার কেরিয়ার শেষ, আজ তো দেখছি তারাই দলে দলে রাজনীতিতে আসতে চাইছেন।” দেবের এই মন্তব্যকে খুবই গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, ২০১৪ সালে দেবের রাজনীতিতে আসার ঘোষণা চমক লাগিয়েছিলো চারধারে৷ টলিউডের সেই সময় এক নম্বর আসনে থাকা দেবের রাজনীতির আঙিনায় পা রাখা মেনে নিতে পারেননি অনেকেই। সেদিন অনেকেই কটাক্ষও করেছিলেন।পরবর্তীকালে প্রমানিত হয়, দেব রাজনীতিতে সফল। সেকারনেই অনেকে মনে করছেন দেবের এই মন্তব্য আলোড়ন ফেলবেই।

দেব এদিন বলেন, “সিনেমার জগতের মানুষজন রাজনীতিতে আসছেন, তা খুবই ভালো লক্ষণ। আমি কিছুটা বদল আনতে পেরেছি মনে হচ্ছে।”

এদিকে দেবের প্রচার প্রসঙ্গে চিরঞ্জিৎ চক্রবর্তী এদিনই বলেন, “দেব ছাড়াই বারাসাত বিধানসভা কেন্দ্রে জিততো তৃণমূল। তবে দেব আসায় জয়ের স্পিড বাড়ল।”

 

Related articles

জামিন মেলেনি সুপ্রিম কোর্টে! এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ

নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে জামিন না মেলায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ১৯ মে বিচারপতি...

ধান সংগ্রহে স্বচ্ছতা আনতে তিনস্তরের মনিটরিং কমিটি পুনর্গঠনের নির্দেশ রাজ্যের

কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং কার্যকর করতে তৎপর রাজ্য সরকার। এই...

ট্রাম্পের মধ্যস্থতা মেনে নেওয়া অপমানজনক: মত সৌগত রায়ের

আপাত সংঘর্ষ বিরতি ভারত-পাকিস্তানের মধ্যে। এই বিষয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন তাঁর মধ্যস্থতায় এই বিরতি হয়েছে। এই...

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...
Exit mobile version