Saturday, August 23, 2025

কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মমতাকে দ্বিতীয় নোটিশ কমিশনের

Date:

বিজেপি নেতাদের ক্ষেত্রে বিলম্বিত বোধোদয় হলেও তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জিকে (mamata banerjee) নোটিশ পাঠানোর বিষয়ে চরম তৎপরতা নির্বাচন কমিশনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় বক্তৃতার পর মমতাকে সাম্প্রদায়িক মন্তব্য ইস্যুতে প্রথম নোটিশটি পাঠানো হয়েছিল। আর এবার কমিশনের দ্বিতীয় নোটিশ পেলেন মমতা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রীকে এই নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের (Election Commission) তরফে দেওয়া নোটিশে জানানো হয়েছে, গত ২৮ মার্চ ও ৭ এপ্রিল কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরেই নোটিশ পাঠিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। ১০ এপ্রিল অর্থাৎ শনিবারের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে মমতাকে। জবাব না দিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কমিশনের চিঠিতে মমতার মন্তব্যের সমালোচনা করে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রীয় বাহিনীর সমালোচনা করেছেন তা খুবই দুর্ভাগ্যজনক। এতে শুধু কেন্দ্রীয় বাহিনীই (Central Force) নয়, রাজ্য পুলিসেরও মনোবল নষ্ট হবে।

আরও পড়ুন:উত্তরের আবেগেও মমতা, দিদির ভাঙা পায়ের মূর্তি গড়লেন প্রতিবন্ধী শিল্পী

প্রসঙ্গত মমতা কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বলেছিলেন, জওয়ানদের আমি সম্মান করি। কিন্তু বিজেপির হয়ে কাজ করলে তা সমর্থন করব না। মা-বোনেদের বলছি, কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে ভয় দেখাতে এলে এক দল ওদের ঘিরে রাখবেন এবং অন্য দল গিয়ে ভোটটা দিয়ে আসবেন। বিজেপির হয়ে কাজ করলে ঘেরাও করতে হবে।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version