Saturday, November 8, 2025

বিজেপি প্রার্থীর ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তপ্ত চেতলা

Date:

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চেতলা। বৃহস্পতিবার ভবানীপুরের বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষের ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সেখানে। চেতলা থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। জানা গিয়েছে, ওই ঘটনায় আহত হন খোদ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষও। জানা গিয়েছে, ১২ ঘণ্টা পর চেতলাকাণ্ডে তৃণমূল এবং বিজেপি দু-পক্ষেরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার রুদ্রনীলের বেশ কিছু ছেঁড়া ফ্লেক্স নজরে পড়ে দলের কর্মী সমর্থকদের। বিজেপির অভিযোগ, তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে রুদ্রনীল ঘোষও রাতে এই ঘটনা নিয়ে অভিযোগ জানানোর জন্য চেতলা থানায় সঙ্গে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁদের উপর হামলা করা হয়। এরপরই তৃণমূল-বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন-আব্বাসের ভাই নওশাদকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ভোটের ভাঙড়ে উত্তেজনা

সেই সময় রণক্ষেত্রের চেহারা নেয় চেতলা। ইটবৃষ্টি হতে থাকে। অভিযোগ, ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন দুই দলের কর্মী সমর্থকরা। রাতেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানাতে চেতলা থানায় যায় দুই রাজনৈতিক দল। এই ঘটনার পরই ফেসবুক লাইভে তৃণমূলের বিরুদ্ধ ক্ষোভ উগরে দেন ভবানীপুরের বিজেপির তারকা প্রার্থী। তিনি অভিযোগ করেন, হার নিশ্চিত জেনেই ফিরহাদ হাকিমের নির্দেশে এই হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। এর পালটা দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীদের এনে এলাকায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি।

Related articles

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...
Exit mobile version