Saturday, November 15, 2025

তিন দফায় ৬৮ আসন! শাহের দাবিকে ‘ভোকাল টনিক’ বলে কটাক্ষ তৃণমূলের

Date:

বঙ্গ দখলের লড়াইয়ে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। যদিও লড়াইটা যে বেশ কঠিন প্রতিমুহূর্তে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিজেপির(BJP) কেন্দ্রীয় ও রাজ্য নেতারা। এমন পরিস্থিতিতে উৎসাহ-উদ্দীপনায় কর্মী-সমর্থকদের মধ্যে যাতে কোনরকম ভাটা না পড়ে তার জন্য প্রতিমুহূর্তে চলছে ভোকাল টনিক দেওয়ার কাজ। শুধু বাড়ি বাড়ি ভোট প্রচার নয় নিয়ম করে সাংবাদিক বৈঠক করাটাও এবার রাজনৈতিক কর্মসূচির মধ্যে নিয়ে ফেলেছে বিজেপি। শুক্রবার সেই ধারা অব্যাহত রেখে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি প্রাক্তন সভাপতি অমিত শাহ(Amit Shah)। সেখানে দাবি জানালেন তিন দফা নির্বাচনে ৬৩ থেকে ৬৮ টি আসন পেতে চলেছে বিজেপি। পাশাপাশি তৃণমূল সরকারকেও এদিন তীব্র আক্রমণ শানাতে দেখা গেল অমিত শাহকে।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ শানান অমিত শাহ। পাশাপাশি শাহ বলেন, ‘যে তিন দফা নির্বাচন হয়েছে এই তিন দফাতে ৬৩ থেকে ৬৮ টি আসন পেতে চলেছে বিজেপি।’ পাশাপাশি আগামী নির্বাচন গুলিতেও বিপুল পরিমাণ আসন জিতে বিজেপি এবার ২০০ পার করতে চলেছে বলে দাবি করেন অমিত শাহ। যদিও অমিত শাহের এহেন দাবিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ জোড়া ফুল শিবির। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিজেপির হার যে নিশ্চিত তা কেন্দ্রীয় নেতারা বুঝে গিয়েছেন কিন্তু কর্মী-সমর্থকদের মধ্যে যাতে তার প্রভাব না পড়ে এবং আগামী নির্বাচন গুলিতে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাঁচিয়ে রাখতে এই ধরনের ভোকাল টনিক দিয়ে চলেছেন অমিত শাহ।

আরও পড়ুন:নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনার তদন্তের আর্জি শুনলো না শীর্ষ আদালত

পাশাপাশি সিআরপিএফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, ‘নির্বাচন চলাকালীন সিআরপিএফ নির্বাচন কমিশনের আওতাধীন থাকে ফলে স্বরাষ্ট্রমন্ত্রক সিআরপিএফকে পরিচালনা করছেন এই অভিযোগ সম্পূর্ণ ভুল।’ এছাড়াও তৃণমূল সরকারের শাসনকালে রাজ্য ক্রমাগত পিছনে পড়ে গেছে বলে দাবি করেন অমিত শাহ। এছাড়াও শুক্রবার সাংবাদিক বৈঠক করে সোনার বাংলা গড়তে অতীতের ইস্তেহার পত্র আরো একবার পাঠ করতে দেখা যায় অমিত শাহকে।

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version