Monday, May 5, 2025

শনিবার সকাল থেকেই রাজ্যের ৫ জেলায় ৪৪টি কেন্দ্রে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া,হুগলি,কোচবিহার এবং আলিপুরদুয়ারে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। আজ তারকা প্রার্থী এবং হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। ভোটের ময়দানে রয়েছেন যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, অঞ্জনা বসু, বাবুল সুপ্রিয়র মতো বিজেপির তারকা প্রার্থীরা। পাশাপাশি তৃণমূলের তারকা প্রার্থীরা হলেন লাভলি মৈত্র, কাঞ্চন মল্লিক, মনোজ তিওয়ারি।

বেহালা পশ্চিমে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তী সকাল সকাল তাঁর মাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন।

শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। তিনি সাদা পাঞ্জাবি পরে পৌঁছে গিয়েছিলেন বুথে। সকালেই তাঁকে ভোটের লাইনে দেখা গিয়েছিল।

সোনারপুর দক্ষিণের এবারের বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসু। তিনি সকালেই ভোট দিলেন।

সোনারপুর দক্ষিণের তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্র। প্রচারের সময় তাঁকে সকাল ৭ টা থেকে টানা ২-৩ ঘণ্টা প্রচার করতে দেখা যেত। আবার বিকেল গড়ালেই প্রচারে বের হতেন। আজও বেশ কিছু বুথে দেখা গেল তাঁকে।

বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। সেখানকার বিজেপির তারকা প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। বেলা গড়ানোর আগেই দুই প্রার্থীকেই ভোট দিতে দেখা গিয়েছে।

অন্যদিকে খগড়পুর সদরের বিজেপি প্রার্থী হিরণ এদিন সকালেই ভোট দিয়ে এলেন। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে ভোট দিলেন হিরণ।

হুগলির চণ্ডীতলা বিধানসভা আসনে দাঁড়িয়েছেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত। তিনিও ভোট দিলেন সকালেই।

নিজের ভোট কেন্দ্রে মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন চাপদানি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী আব্দুল মান্নান।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version