Wednesday, November 12, 2025

টিকার আকাল, তাই করোনা চোখ রাঙালেও মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে বন্ধ টিকাকরণ

Date:

কেন্দ্রকে বারবার বলেও কাজ হয়নি। শেষ পর্যন্ত পর্যাপ্ত টিকার অভাবে মুম্বইয়ের বেসরকারি টিকাকেন্দ্রে বন্ধ থাকছে টিকাকরণ কর্মসূচি। মহারাষ্ট্রে করোনা সংক্রমণ প্রবলভাবে বাড়লেও পর্যাপ্ত টিকার অভাবে মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে সোমবার পর্যন্ত টানা তিনদিন বন্ধ থাকবে টিকাকরণ। তবে বেসরকারি কেন্দ্র ও হাসপাতালে করোনা টিকাকরণ বন্ধ থাকলেও খোলা থাকবে সরকারি কেন্দ্রগুলি।

আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনকে কড়া জবাব মমতার

টিকাসঙ্কট নিয়ে কেন্দ্রকে আগেই সতর্ক করেছিল মহারাষ্ট্র সরকার। এবার সেই সঙ্কটের কারণেই কোভিড টিকাকরণ (COVID Vaccination) বন্ধ করতে হল বাণিজ্যনগরী মুম্বইয়ের বেসরকারি কেন্দ্রগুলিতে। পর্যাপ্ত পরিমাণ টিকা না থাকায় সোমবার পর্যন্ত বেসরকারি টিকাকেন্দ্রগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বৃহ্নমুম্বই পুরসভা(BMC)। তবে সরকারি ও পুরসভার হাসপাতালগুলিতে টিকাকরণ আগের মতই চলবে। পুরসভার তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, অপর্যাপ্ত পরিমাণ করোনা টিকার সরবরাহের কারণে আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণ বন্ধ থাকবে। একইসঙ্গে জানানো হয়, শুক্রবার রাতে ৯৯ হাজার কোভিশিল্ডের টিকা পৌঁছনোর কথা। সেই টিকা পেলেই দ্রুত টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হবে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, বৃহ্নমুম্বই পুরসভার তরফে শহরে মোট ৪৯টি টিকাকেন্দ্র তৈরি করা হয়েছে এবং ৭১টি বেসরকারি হাসপাতালে টিকা দেওয়া হচ্ছে। তবে টিকা ঘাটতির কারণে ৭১টি সেন্টার ইতিমধ্যেই বন্ধ করে দিতে হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মোট ৫৮ হাজার ৯৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৩০১ জনের।

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version