পুলিশ সূত্রের খবর, উলুবেড়িয়া পূর্বের শ্যামসুন্দর চকের ওই বাসিন্দার নাম নন্দ নস্কর। তিনি সক্রিয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত দলের হয়ে পতাকা লাগান তিনি। বাড়ি ফিরে গেলে কয়েকজন নন্দবাবুর সঙ্গে দেখা করতে যান। এরপরই শনিবার সকালে তাঁর বাড়ির বারান্দা থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বিজেপি নেতা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে জানিয়েছেন, ‘নন্দবাবু বহুদিন ধরেই বিজেপির হয়ে কাজ করতেন। তৃণমূলের তরফে এরআগেও একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। তবে কীভাবে তাঁর মৃত্যু ঘটল তা এখনও জানা যায়নি