Thursday, January 22, 2026

‘হালকা ভাষায় শোকজ শুভেন্দুকে’, উপযুক্ত পদক্ষেপ করার দাবিতে কমিশনে লিবারেশন

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের জেরে বিপাকে পড়তে পারেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷

বিদ্বেষমূলক ওই বক্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ECI) তাঁকে ‘হালকাভাবে’ শোকজ করেছে বলে অভিযোগ এনেছে সিপিআইএমএল (লিবারেশন)। কমিশন সঠিক পদক্ষেপ না করলে আইনি পথে যাওয়া হবে বলেও জানিয়েছে লিবারেশন৷

তৃণমূল নেত্রীকে বারবার ‘বেগম’ বলে সম্বোধন করায় নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে৷ বিধিভঙ্গের দায়ে কমিশনের তরফে কারণ দর্শাতে বলা হয়েছে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে। এই শোকজের জবাব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ শুভেন্দু-ঘনিষ্ঠ মহলের একাংশ যখন বলছে, শুভেন্দু না’কি জবাব দিয়েছেন, অন্য পক্ষ বলছেন, আজ শনিবার জবাব দেওয়া হবে৷
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamara Banerjee) নিশানা করে শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্য রেখেছিলেন তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাঁকে ‘হালকাভাবে’ শোকজ করেছে বলে অভিযোগ এনেছে সিপিআইএমএল (লিবারেশন)।

লিবারেশনের বক্তব্য, কমিশন শুভেন্দুর বক্তব্যের একাংশের ভিত্তিতে নরমভাবে শোকজের চিঠির বয়ান তৈরি করেছে৷ কমিশনের এই আচরন কার্যত পক্ষপাতদুষ্ট ৷ লিবারেশনের পলিটব্যুরো সদস্য কবিতা কৃষ্ণাণ শুভেন্দুর বিরুদ্ধে মূল অভিযোগটি দায়ের করেছিলেন কমিশনের কাছে। আইন অনুসারে শুভেন্দুকে আরও কড়া ধারা তথা ভাষায় কমিশনের চিঠি দেওয়া উচিত ছিল মনে করেন তিনি। ফের বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানিয়ে তিনি ইতিমধ্যেই চিঠি দিয়েছেন কমিশনে।

লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacherjee) বলেছেন, শুভেন্দুবাবুর ওই ভাষণ ছিল সংখ্যালঘু তথা মুসলিম বিদ্বেষভরা। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু ওই সব বিদ্বেষমূলক কথা বলেছিলেন। তাঁর সেই বক্তব্যের অন্যতম আপত্তিজনক অংশে তিনি মুখ্যমন্ত্রীকে সেদিন ‘রোহিঙ্গাদের মাসি (খালা) আর অনুপ্রবেশকারীদের পিসি (ফুফু)’ বলে সম্বোধনও করেছিলেন”।
কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে দীপঙ্করবাবু বলেছেন, “কমিশনের শো-কজ নোটিসে এই অংশ অনুল্লেখিত থেকে গিয়েছে। এটা কমিশনের তরফে পক্ষপাতমূলক পদক্ষেপ বলে আমরা মনে করছি। তাই ফের তাদের চিঠি দেওয়া হয়েছে। কমিশন উপযুক্ত পদক্ষেপ না করলে আইনি পথে যাওয়া হবে”।

আরও পড়ুন- চতুর্থ দফা নির্বাচনের দিন বঙ্গে ফের ভোট প্রচারে মোদি

Advt

spot_img

Related articles

৫০বছরের পূর্তির আগেই ‘বই তীর্থ’: গিল্ডের আবদার মেনে বইমেলায় বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চেই গিল্ডের আবদার বইয়ের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

কূটনীতির জন্য ক্রিকেটকে জলাঞ্জলি, বিশ্বকাপ বয়কট বাংলাদেশের

জল্পনার অবসান, টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ভারতে আসবে না বাংলাদেশ (Bangladesh ), ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর...

ফের যোগীরাজ্য অনার কিলিং! বোন-সহ প্রেমিককে খুন করে কবর দিল দাদারা

ফের যোগীরাজ্যে সম্মানরক্ষার্থে জোড়া খুনের (Honor Killing) অভিযোগ! বোন ভিন্ন জাতে প্রেম করাতে মেনে নিতে পারেনি তিন দাদা।...

TMC-BJP মিছিল ঘিরে উত্তেজনা বলাগড়ে, পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

দুই দলের (TMC-BJP) মিছিলের মধ্যে সংঘর্ষে উত্তেজনা হুগলির (Hooghly) বলাগড়ে (Balagarh)। অভিযোগ, বিজেপির (BJP) মিছিলের সময়ে সেই জায়গায়...