Sunday, November 9, 2025

পূর্ণ লকডাউনের সম্ভাবনা মহারাষ্ট্রে, চূড়ান্ত ঘোষণা সোমবার

Date:

করোনা সংক্রমণের রাশ টানতে মহারাষ্ট্রে ফের লকডাউন জারির হতে পারে বলে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, লকডাউন জারি হলে সমাজের বিভিন্ন অংশের জীবনজীবিকার ওপর প্রভাব পড়বে। ওই সমস্ত অংশের মানুষের জন্য আর্থিক প্যাকেজ চূড়ান্ত করতে আগামী সোমবার একটি বৈঠক করবেন তিনি।

অন্যদিকে মহারাষ্ট্রের অপর এক মন্ত্রী অশোক চবন এর কথায়, লকডাউনের প্রকৃতি, সুযোগ ও সময়পর্ব খুব শীঘ্রই চূড়ান্ত হবে। প্রসঙ্গত গতকাল রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভার্চুয়াল সর্বদলীয় বৈঠক হয়। প্রায় দুঘণ্টা এই বৈঠক চলে। বৈঠকের পর বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, সর্বদল বৈঠকে লকডাউন জারি নিয়ে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত হয়নি। তবে মুখ্যমন্ত্রী কঠোর লকডাউনের পক্ষপাতী বলেই মনে হয়েছে।

চন্দ্রকান্ত পাটিল বলেছেন, লকডাউন প্রয়োজনীয় বলে মনে করে বিজেপি। কিন্তু এরফলে যারা ক্ষতিগ্রস্ত হবে, সরকারের উচিত প্রথমে তাদের জন্য আর্থিক প্যাকেজের ব্যবস্থা করা। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, এক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত নেবে দল তা সমর্থন করবে। একইসঙ্গে তিনি বলেছেন, কংগ্রেস চায়, এবারের লকডাউন গত বছরের মতো সমস্যাসঙ্কুল না হয়। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য আর্থিক প্যাকেজেকে সমর্থন জানাবেন তাঁরা।

Related articles

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...
Exit mobile version