Thursday, August 21, 2025

টিকার অভাবে বহু সেন্টার বন্ধ, ওদিকে মোদির ডাকে শুরু ‘টিকা উৎসব’, কটাক্ষ রাহুলের

Date:

Share post:

দেশের বহু রাজ্যেই প্রকটভাবে করোনা- ভ্যাকসিনের অভাব দেখা দিয়েছে। মুম্বই, পুনে তো বটেই, আরও একাধিক জায়গায় টিকাকরণ কেন্দ্র বন্ধই করে দিতে হয়েছে ভ্যাকসিন এর অভাবে। পশ্চিমবঙ্গেও এমন আশঙ্কা মাথাচাড়া দিতে পারে যে কোনও মুহুর্তে৷ ওদিকে, প্রধানমন্ত্রীর (PM MODI) ডাকে আজ থেকে শুরু হয়েছে ‘টিকা উৎসব’৷

দেশজুড়ে করোনা-গ্রাফ আকাশ ছুঁতে চলেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। আর সেই সময়ই অভাব দেখা দিয়েছে ভ্যাকসিনের৷ ভ্যাকসিনের সরবরাহ কেন্দ্রীয় সরকার করতে না পারায় একের পর এক বন্ধ হচ্ছে ভ্যাকসিনেশন- সেন্টার৷ চাহিদা অনুসারে ভ্যাকসিন যোগানোর পরিবর্তে দেশজুড়ে ‘টিকা উৎসব’-এর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী৷ আজ রবিবার থেকে একাধিক রাজ্যে শুরু হয়েছে এই কর্মসূচি, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

এদিকে, প্রধানমন্ত্রীর ডাকা এই টিকা উৎসবের কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (RAHUL GANDHI)৷ রাহুল বলেছেন, “যখন দেশে ভ্যাকসিনের অভাব তৈরি হয়েছে, তখন এই ‘উৎসব’ কেন ? ভ্যাকসিন সরবরাহ করার দিকে মন দিক কেন্দ্র৷ তাছাড়া টিকাকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা কখনই কোনও উৎসব হতে পারেনা৷”

করোনা’র সংক্রমণ ঝড়ের গতি বৃদ্ধি পাওয়ায় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে দিনকয়েক আগে এক বৈঠক করেন মোদি৷ ওই বৈঠকেই এই টিকা উৎসবের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, ১১ এপ্রিল জ্যোতিবা ফুলের জন্মদিন, আর ১৪ এপ্রিল বাবা সাহেবের জন্মদিন। তাই ১১ থেকে ১৪ এপ্রিল দেশজুড়ে টিকাকরণের উৎসব হবে৷ মোদি বলেছিলেন, যারা ভ্যাকসিন নেওয়ার যোগ্য তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য এই বিশেষ অভিযান চলবে এবং খেয়াল রাখতে হবে, ভ্যাকসিনের একটা ডোজও যাতে নষ্ট না হয়৷ মোদির ডাকে সাড়া দিয়ে রবিবার থেকেই উত্তর প্রদেশ ও বিহারে এই টিকাকরণের উৎসব চলছে৷

আরও পড়ুন:ওওওও দিদিই… মোদির বিরুদ্ধে ইভটিজিং-এর অভিযোগ, থানা পাঠাচ্ছে কমিশনে

Advt

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...