Monday, November 10, 2025

প্রধানমন্ত্রী মোদির খাসতালুকে ছাত্র সংসদ নির্বাচনে হেরে ভূত এবিভিপি

Date:

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র। বিজেপির পোস্টারবয় যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। তা সত্ত্বেও বারাণসীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হেরে ভূত হয়ে গেল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। নির্বাচনের ফলে স্পষ্ট, বিজেপির বিরুদ্ধে কীভাবে ক্ষোভ তীব্র হচ্ছে নতুন প্রজন্মের।

উত্তরপ্রদেশের বারাণসীতে মোদির গড়ে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের (Sampurnanand Sanskrit University) ছাত্র সংসদ নির্বাচনে সবকটি আসন দখল করল কংগ্রেসের (congress) ছাত্র সংগঠন এনএসইউআই (nsui)। নির্বাচনে ধুয়েমুছে সাফ আরএসএস-এর ছাত্র সংগঠন এবিভিপি (abvp)। প্রসঙ্গত, বারাণসী (varanasi) হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (narendra modi) সংসদীয় এলাকা। প্রধানমন্ত্রী এই লোকসভা আসনের সাংসদ।

আরও পড়ুন-অশান্তি এড়াতে পঞ্চম দফা নির্বাচনে ৮৫৩ কোম্পানি আধাসেনা নামাতে চলেছে কমিশন

এর আগে বারাণসীর মহাত্মা গান্ধী কৃষি বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচনেও জয়ী হয়েছিল কংগ্রেসের ছাত্র সংগঠন। সেই জয়ে ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। ওই নির্বাচনে আটটি আসনের মধ্যে ছটিতেই জয়ী হয়েছিল এনএসইউআই। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে জয়ের পর জেলা যুব কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ কুমার বলেছেন, বিজেপিকে মুখের উপর জবাব দিয়েছে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা। তারা বিজেপি শাসনের অবসান চায়। সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এবিভিপিকে হারিয়ে এনএসইউআই-এর কৃষ্ণমোহন শুক্লা ছাত্র সংসদের সভাপতির পদে জিতেছেন। সহসভাপতির পদে জিতেছেন অজিতকুমার চৌবে। সাধারণ সম্পাদকে পদে জিতেছেন শিবম চৌবে। পাঠাগার সম্পাদক পদে জিতেছেন আশুতোষ কুমার মিশ্র।

Related articles

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...
Exit mobile version