Thursday, August 21, 2025

বাকি চার দফায় আরও ১৬টি শীতলকুচি কাণ্ড হবে! বিস্ফোরক মন্তব্য সায়ন্তনের

Date:

শীতলকুচি (Shitalkuchi) কাণ্ডে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তার মাঝেই শীতলকুচি নিয়ে ফের বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য বিজেপি (BJP) নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu)। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “শীতলকুচির মতো ঘটনা বাকি চার দফায় আরও ঘটবে। প্রয়োজনে আরও ১৬ বার ঘটবে। ভোট লুঠে এসেছিলেন, তাই গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী (Central Force)।” তাঁর এই মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপাড়।

এর আগে শীতলকুচির মৃতদের “দুষ্টু ছেলে’’ আখ্যা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। যা নিয়েও শুরু হয়েছে জোর বিতর্ক। এর মধ্যে সায়ন্তনের কটাক্ষ, ভোট লুঠ করতে এলে শীতলকুচির মতো ঘটনার আবারও হবে বাকি চার দফা ভোটে। লুঠ করতে গিয়েই গুলি খেয়েছে মৃতরা। এমন মন্তব্য চাঞ্চল্য বাড়িয়েছে।

সায়ন্তন আরও বলেন, “রাজ্যের এসপি, ডিআইজি কেন্দ্র থেকে আসেননি। রাজ্য সরকার-ই তাঁদের নিয়োগ করেছিল। সেই অফিসাররাই বলেছেন, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করার চেষ্টা হয়। বুথ দখল করার চেষ্টা করা হয়। ইভিএম লুটের ব্যবস্থা করা হয়। তাই আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়।”

তবে এই প্রথম নয়, এর আগে ২০১৯ লোকসভা ভোটের আগেও এমনই উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল সায়ন্তনের বিরুদ্ধে। সেবার বসিরহাটের একটি সভা থেকে বিজেপি নেতা মন্তব্য করে বলেছিলেন, কেউ বেশি বাড়াবাড়ি করলে কেন্দ্রীয় বাহিনীকে পা নয়, সোজা বুক আর মাথা লক্ষ্য করে গুলি চালাতে বলবেন তিনি।

এদিকে সায়ন্তনের এই উস্কানিমূলক মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। তৃণমূলের বক্তব্য, বিজেপির কালচার হল খুনের রাজনীতি করা। সমবেদনা যেতে নিজেদের কর্মীদেরও খুন করতে পারে তারা। আসলে বুঝে গেছে তারা হারছে, তাই এই ধরনের খুনের রাজনীতি শুরু করেছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version