Monday, August 25, 2025

TMC vs BJP: নানুরে বোমাবাজির ঘটনায় আটক, আনন্দপুর সংঘর্ষে লাঠিচার্জ পুলিশের

Date:

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) রাজনৈতিক রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। চার দফার ভোট শেষ হয়েছে, বাকি আরও চার দফা। তার মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে। বীরভূমের নানুরে (Nanur) দফায় দফায় বোমাবাজিতে চরম উত্তেজনা এলাকায়। অভিযোগ, বিজেপি (BJP) প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার জন্য এলাকায় বোমাবাজি করে ভোটারদের মনে আতঙ্ক তৈরি করছে তৃণমূলের গুন্ডারা। আজ, সোমবার নানুর বিধানসভার বোলপুর থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতে আজ প্রচারে আসার কথা নানুর কেন্দ্রের বিজেপির প্রার্থী তারক সাহার। তার আগে বোমাবাজির ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

তবে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। তাদের দাবি, গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। বিজেপির কর্মীরাই বোমাবাজি করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে দু-পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে বোলপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়াল কলকাতার আনন্দপুর (Anandpur) থানা এলাকায়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত বেশ কয়েকজন। দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে পথ অবরোধ করে চলল বিক্ষোভ।

জানা গিয়েছে, আনন্দপুর থানার পশ্চিম চৌবাগা এলাকায় পার্টি অফিসে যখন বসেছিলেন বিজেপি কর্মী-সমর্থক, তখন তাঁদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ। এরপরই দু’দলের সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। লাঠির আঘাতে বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version