Thursday, May 15, 2025

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) রাজনৈতিক রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। চার দফার ভোট শেষ হয়েছে, বাকি আরও চার দফা। তার মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সংঘর্ষের খবর আসছে। বীরভূমের নানুরে (Nanur) দফায় দফায় বোমাবাজিতে চরম উত্তেজনা এলাকায়। অভিযোগ, বিজেপি (BJP) প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার জন্য এলাকায় বোমাবাজি করে ভোটারদের মনে আতঙ্ক তৈরি করছে তৃণমূলের গুন্ডারা। আজ, সোমবার নানুর বিধানসভার বোলপুর থানার সিঙ্গি গ্রাম পঞ্চায়েতে আজ প্রচারে আসার কথা নানুর কেন্দ্রের বিজেপির প্রার্থী তারক সাহার। তার আগে বোমাবাজির ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।

তবে বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল (TMC)। তাদের দাবি, গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। বিজেপির কর্মীরাই বোমাবাজি করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। এই ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়। এদিকে অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে দু-পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে বোলপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, তৃণমূল-বিজেপি সংঘর্ষে তুমুল উত্তেজনা ছড়াল কলকাতার আনন্দপুর (Anandpur) থানা এলাকায়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আহত বেশ কয়েকজন। দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে পথ অবরোধ করে চলল বিক্ষোভ।

জানা গিয়েছে, আনন্দপুর থানার পশ্চিম চৌবাগা এলাকায় পার্টি অফিসে যখন বসেছিলেন বিজেপি কর্মী-সমর্থক, তখন তাঁদের লক্ষ্য করে তৃণমূল কর্মীরা গালিগালাজ ও হুমকি দেন বলে অভিযোগ। এরপরই দু’দলের সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। লাঠির আঘাতে বেশ কয়েক জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

Related articles

সুস্থ রয়েছেন রাজ্যপাল, ফিরলেন রাজভবনে

অস্ত্রোপচারের পর একেবারে সুস্থ রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, শর্করার...

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...
Exit mobile version