Monday, May 5, 2025

একবার গেলে তৃণমূল আর ফিরবে না, জ্যোতিষীর মতো ভবিষ্যতবাণী নরেন্দ্র মোদির

Date:

বামেরা ফেরেনি, কংগ্রেসও ফেরেনি। একবার গেলে তৃণমূলও(TMC) আর ফিরবে না। সোমবার বর্ধমানের তালিতে বিজেপির(BJP) জনসভায় উপস্থিত হয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। একই সঙ্গে চাঁচাছোলা ভাষায় তৃণমূল নেত্রী ও নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও(Abhishek Banerjee) আক্রমণ শানান তিনি। তবে নির্বাচনের আগে যেভাবে একের পর এক ভবিষ্যদ্বাণী করে চলেছেন নরেন্দ্র মোদি। তার জেরে প্রধানমন্ত্রীকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে শাসক দলের তরফে। তৃণমূলের তরফে জানানো হয়েছে, হার নিশ্চিত বুঝে শেষবেলায় ‘মাইন্ড গেম’ খেলে চলেছে বিজেপি। সেই খেলাকে সঠিক ভাবে সাজাতে প্রতি দফা নির্বাচনের শেষে আসন জয়ের ভবিষ্যতবাণী করে চলেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ এর মতো নেতারা।

বঙ্গ নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে গেরুয়া শিবির। রাজ্যে কার্যত ডেইলি প্যাসেঞ্জার হয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার মত শীর্ষ নেতৃত্বরা‌। আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচনকে নজরে রেখে সোমবার ফের রাজ্যে প্রচারে এসেছেন নরেন্দ্র মোদি। সেখানেই তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানাতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। জনসভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেন, রাজ্যে দলিতদের অপমান করেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি নাম না করে শীতলকুচি ঘটনায় জন্য তৃণমূল নেত্রীর উসকানিকে দায়ী করেন তিনি। বলেন, বাহিনীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন দিদি। বাংলা কুশাসন চায় না বাংলা শিক্ষা, চাকরি, উন্নয়ন চায়।

আরও পড়ুন:‘গুলি চালিয়ে ভোট চাই না, বুলেটের বদলে ব্যালট চাই’, রানাঘাটে বললেন মমতা

এছাড়াও বর্ধমানের জনসভা থেকে মোদি আরো জানান, অর্ধেক ভোটে তৃণমূল পুরো সাফ হয়ে গিয়েছে। বিজেপি সেঞ্চুরি করে ফেলেছে ইতিমধ্যেই। যার জন্যই দলনেত্রীর এত হতাশা, এত তিক্ততা। পাশাপাশি শাহরুখ খানের জনপ্রিয় সংলাপ আওড়ে নরেন্দ্র মোদী বলেন, ‘দিদি, এত রাগ কেন? রাগ করতে হয় তো আমার উপর করুন। ম্যায় হুঁ না।’

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version