Monday, November 10, 2025

‘গুলি চালিয়ে ভোট চাই না, বুলেটের বদলে ব্যালট চাই’, রানাঘাটে বললেন মমতা

Date:

* নদীয়া জেলা শান্তির ধাম। নবদ্বীপ জেলাকে আমরা হেরিটেজ টাউন বানিয়েছি। নদীয়া জেলায় তাঁতিরা বিখ্যাত। এখানে তাঁতিদের জন্য হাব তৈরি করা হয়েছে

* নবদ্বীপ থেকে কালনা তাড়াতাড়ি পৌঁছানোর জন্য ১২০০ কোটি টাকায় সেতু হয়েছে। আমাদের চেষ্টায় কল্যাণীতে AIIMS হয়েছে। ‌IIT হয়েছে, আরো অনেক কলেজ হচ্ছে

* ভোট কাদের দেবেন, যে উন্নয়ন করেছে তাদের জন্য, না গুলি চালানোর জন্য? মা-বোনেরা, আমার ভাঙা পা নিয়েই সব জায়গায় যাচ্ছি।

* বিজেপির পরিকল্পনা ছিল আমাকে আঘাত করা যাতে আমি না বেরোতে পারি। চোটের জন্য আমি তিন দিন হসপিটালে ছিলাম। তারপর এক মাস ক্রমাগত প্রচার করছি, কারণ আমি চাই না বাংলা গুজরাট হয়ে যাক, বাংলা আমার মা, মাকে বাঁচাতে হবে

* তৃণমূল কংগ্রেসের মা হল নদীয়া, আনন্দ মোহন বিশ্বাস আমাদের প্রথম সাংসদ ছিলেন। এখানে আগেরবার যাকে জিতিয়েছেন ভিডিওতে দেখেছেন তো সে কি করে বেড়াচ্ছে?

* চারটে লোককে গুলি চালিয়ে মারলো। তারপর বিজেপি বলছে আরো গুলি চালিয়ে দাও, রাজনৈতিকভাবে এই নেতাদের ব্যান করা উচিত, যারা গুলি করানোর পক্ষে সওয়াল করে, লজ্জা করে না এদের? এক হাতে বিজেপির ঝান্ডা অন্য হাতে ডান্ডা

* গ্যাসের দাম কত মা-বোনেরা? হাজার টাকা গ্যাসের দাম, তাই দিয়ে বিনা পয়সার চাল ফোটাবেন?

* আগে ওদের বলুন ১৫ লক্ষ টাকা দিতে

* রানাঘাটে ২৮ টা উদ্বাস্তু কলোনিকে আমরা স্বীকৃতি দিয়েছি। সবাই নিঃশর্ত জমির দলিল পেয়েছেন এবং পাবেন। উদ্বাস্তুরা সবাই নাগরিক, সমস্ত কলোনিকে আমরা আইনত স্বীকৃতি দিয়েছি

* বিজেপি অসমে ১৪ লক্ষ লোককে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। বাঙালীদের উপর অত্যাচার করছে আর বাংলায় এসে বলছে ভোট চাই। আমি NRC করতে দিইনি। যতদিন বাঁচবো, বীরের মতো লড়বো, কাপুরুষের মত নয়

* মেয়েরা আমার ঘরের লক্ষ্মী। তাদের জন্য কন্যাশ্রী করেছি, শিক্ষাশ্রী করেছি, ছাত্র-ছাত্রীদের ট্যাব দিচ্ছি, স্বাস্থ্যসাথী দিয়েছি। ভেলোরে AIIMS, বা প্রাইভেট হসপিটালেও ৫ লক্ষ টাকা অব্দি চিকিৎসা করাতে পারবেন

* বিনা পয়সায় রেশন দিচ্ছি। এবার দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেব দু-তিন মাসের মধ্যে। আমরা করে বলছি যে করেছি। বিজেপি কিছু করেনি

* আগামী দিনে আমরা কৃষকদের বছরে ৬০০০ টাকার বদলে ১০ হাজার টাকা করে দেব। প্রান্তিক চাষীদের ৫ হাজার টাকা করে দেব। মা বোনেদের সামাজিক সুরক্ষা যোজনায় ৫০০ থেকে হাজার টাকা প্রত্যেক মাসে হাতখরচ দেব

* ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা ক্রেডিট কার্ড করে দেব। জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি পাইপের জল পৌঁছানোর কাজ চলছে

* নবদ্বীপে হেরিটেজ টাউন এর জন্য ৭০০ একর জমি দিয়েছি। ওখানে অনেক কিছু হবে, পর্যটন বাড়বে। বাচ্চা জন্মালে সবুজশ্রী গাছের চারা, কেউ মারা গেলে ২ হাজার টাকা, আমরা সব কিছু করেছি

* শীতলকুচিতে গুলিতে ৪ জন মারা গেছে, তারপর ও ওরা হিন্দু-মুসলমান করছে। ওদের এমপি নিজের গাড়ি ভাঙছে দেখা গেছে, ওরা নিজেদের লোককেও মেরে দিতে পারে

* মানুষের মানসিকতা বড় হওয়া দরকার, বাংলা ভালো জানলে অন্য ভাষা বোঝা যায়। আমি একুশে জুলাই দেখেছি। কিভাবে আমাদের ছেলেদের মেরেছিল সিপিএম দেখেছি। আর এখন এরা চারজনকে মেরে বলছে আটজনকে মেরে দিতে হতো। তাই এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাকে বাঁচানোর। মনে রাখবেন আমি আপনাদের পাহারাদার

* আমি পেনশন নিই না। আমি মানুষকে ভালোবাসি, সমাজ সেবাই আমার কাজ

* ওরা প্ল্যান করে মেরেছে কুড়ি বাইশ বছরের ছেলেগুলোকে। কারা কারা গুলি চালিয়েছে, কি কি প্ল্যান করেছে, কিভাবে একটা মেয়েকে আগে পাঠিয়েছিল, বিজেপি কিভাবে নিজের লোককে মেরেছে, সব তদন্ত হবে। ওরা আমার রাজবংশী প্রার্থী গীরেন্দ্র নাথ বর্মন কে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে

* অসমের যে ১৪ লক্ষ লোককে এনআরসি করে বাদ দিয়েছিল, তাদের মধ্যে কত হিন্দু ছিল, তখন কিছু মনে হয়নি ওদের? কোভিডের সময় ওরা কোথায় ছিল? আমি ঘুরে ঘুরে লোকেদের দেখেছি। ওরা বসন্তের কোকিল, ভোটের সময় আসে

* আমি মানবিক আর ওরা অমানবিক, দানবিক

* আমি এখনও বিশ্বাস করি, সবটাই প্ল্যান করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব জানতেন মোদী। আমাকে বলছে অনুপ্রবেশকারী ঢোকাই আর নিজে বাংলাদেশ যাচ্ছেন ভোটের সময়

* গুলি চালিয়ে ভোট চাই না, ভয় দেখিয়ে ভোট চাই না, বুলেটের বদলে ব্যালট চাই

* ভয় দেখালেও ভোট দিতে যাবেন, ভোট না দিলে এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে

* আমরা তফসিলিদের ৬০ বছর হলে হাজার টাকা করে পেনশন দিই। লোকশিল্পীদের টাকা দিই। দুর্গাপূজায় ক্লাবদের ৫০ হাজার টাকা দিই। মনে রাখবেন ধর্ম যার যার, উৎসব সবার।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version